পশ্চিমবঙ্গের ইতিহাসে এটাই প্রথম। এই প্রথমবার দুর্নীতির দায়ে একসঙ্গে এত ব্যাপক সংখ্যক শিক্ষক চাকরি হারালেন। কথা হচ্ছে ২০১৬ সালের এসএসসিতে নিযুক্ত চাকরিজীবীদের নিয়ে। যারা বর্তমানে হাইকোর্টের রায়ে চাকরিহারা। ২৫,৭৫৩ জন আজ রীতিমতো পথে এসে দাঁড়িয়েছেন। এদের মধ্যে আবার একটি বড় অংশকে সুদ সমেত ফেরত দিতে হবে বেতনের টাকা।
হাইকোর্টের নির্দেশ অনুসারে আগামী ৪ সপ্তাহের মধ্যে ১২% সুদে টাকা ফেরত দিতে হবে বেআইনিভাবে চাকরিতে নিযুক্তদের। এই সংখ্যাটা প্রায় ৫ হাজারের কাছাকাছি। যারা হয় সাদা খাতা জমা দিয়ে, নয়তো নম্বর জালিয়াতি করে নিয়োগ পেয়েছেন। আবার কেউ কেউ প্যানেলে নাম না থাকা সত্ত্বেও কিংবা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন। হাইকোর্টের রায় কার্যত তাদের সর্বস্বান্ত করে দেবে।
নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডিতে ৫০০০ এরও বেশি বেআইনি চাকরির হদিস মিলেছে। বিগত ৫ বছর ধরে বেআইনি চাকরিজীবীদের মধ্যে যারা যা বেতন পাচ্ছিলেন, সুদ সমেত ফেরাতে হবে এইবার। এক্ষেত্রে কোন বিভাগের চাকরি হারাকে কত টাকা ফেরত দিতে হবে? দেখুন হিসাব-নিকেশ।
নবম-দশমে বেআইনিভাবে নিযুক্ত শিক্ষকরা কত টাকা ফেরত দেবেন?
নবম-দশমের শিক্ষকদের বেতন ৪০ হাজারের কম। ২০১৯ সাল থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত এই হারে বেতন পেলে তাদের বেতনের অংক দাঁড়াবে ২৪ লক্ষ টাকার কাছাকাছি। বেতন বৃদ্ধি পেলে টাকার অংকটা আরও বাড়বে। এর উপর আবার ১২ শতাংশ বার্ষিক সুদ লাগু হবে। অতএব বেশ মোটা অংকের টাকা ফেরত দিতে হবে তা বলাই বাহুল্য।
একাদশ-দ্বাদশে বেআইনি শিক্ষকদের কত টাকা ফেরত দিতে হবে?
একাদশ-দ্বাদশে শিক্ষকদের বেতন ৪০ হাজার টাকার কাছাকাছি। এই হিসেবে বিগত পাঁচ বছরে তারা ২৬ লক্ষ টাকা বেতন পেয়েছেন। যদি বেতন বৃদ্ধি হয়ে থাকে তাহলে এখানেও টাকার অংক বাড়বে। ১২% বার্ষিক সুদে তাদের বেতনের সঙ্গে আরও বেশ কিছু টাকা ফেরত দিতে হবে।
আরও পড়ুন : আর বৈধ নয় ২ বছরের B.Ed কোর্স! নতুন নির্দেশ NCTE -এর
গ্রুপ সিতে বেআইনিভাবে নিযুক্তদের কত টাকা করে দিতে হবে?
গ্রুপ সিতে ২৬ থেকে ২৭ হাজার টাকা বেতন দেওয়া হয় কর্মচারীদের। এই হিসেবে ১৬ লক্ষ টাকার কাছাকাছি বেতন ফেরত দিতে হবে। এর উপর আবার ১২% সুদ লাগু হবে।
আরও পড়ুন : SSC Salary Refund : কাদের ফেরত দিতে হবে টাকা? দেখে নিন তালিকা
গ্রুপ ডি বেআইনি নিযুক্তদের কত টাকা ফেরত দিতে হবে?
গ্রুপ ডির ক্ষেত্রে স্টার্টিং স্যালারি থাকে ১৯ হাজার টাকা। তাদের ১১ লক্ষ টাকার কাছাকাছি বেতন ফেরত দিতে হবে। সেই সঙ্গে ১২% সুদ দিতে হবে। বেতন বাড়লে টাকার অংকটাও বাড়বে।