PAN কার্ড নষ্ট হলে কীভাবে পাবেন ডুপ্লিকেট কার্ড? জেনে নিন পদ্ধতি

Riya Chatterjee

Published on:

How To Apply For Duplicate Pan Card

বর্তমানে প্যান কার্ড ব্যাঙ্কের লেনদেনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ নথি এবং একইসঙ্গে পরিচয় পত্র হিসেবে ব্যবহার হয়। কোনও কারণে প্যান কার্ড চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে অবিলম্বে নতুন কার্ড সংগ্রহ করে নেওয়া উচিত। কীভাবে ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদন করবেন? দেখুন স্টেপ বাই স্টেপ পদ্ধতি।

অনলাইনে কীভাবে ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদন করবেন?

  • আয়কর বিভাগের www.incometax.gov.in ওয়েবসাইটে যান।
  • Pan Service অপশনে ক্লিক করুন।
  • Request For Duplicate Pan Card অপশন ক্লিক করুন।
  • আপনার প্যান নম্বর লিখুন।
  • নিজের নাম, জন্ম তারিখ এবং ঠিকানা লিখুন।
  • মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দেখুন।
  • আপনার স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করুন।
  • আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি আপলোড করুন।
  • Submit অপশনে ক্লিক করুন।

ডুপ্লিকেট প্যান কার্ডের আবেদনের জন্য কী কী নথি লাগবে?

  • প্যান নম্বর,
  • নাম,
  • জন্ম তারিখ,
  • ঠিকানা,
  • মোবাইল নম্বর,
  • ইমেইল আইডি,
  • স্বাক্ষর স্ক্যান,
  • আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স,

অনলাইনে আবেদনের জন্য ফি কত লাগবে?

আবেদন করার পর ১৫ দিনের মধ্যে আপনার ঠিকানাতে ডুপ্লিকেট প্যান কার্ড পৌঁছে যাবেন। আবেদন করার জন্য ১০০ টাকা ফি দিতে হবে।

অফলাইনে কীভাবে ডুপ্লিকেট প্যান কার্ডের আবেদন করবেন?

অফলাইনে ডুপ্লিকেট প্যান কার্ডের আবেদন করতে হলে আয়কর বিভাগের আঞ্চলিক অফিসে যেতে হবে।