অনলাইনে কীভাবে বানাবেন Marriage Certificate? বাড়িতে বসেই আবেদন করুন এইভাবে

Marriage Certificate : এখন সবকিছুই অনলাইনে হয়ে যায় নিমেষে। গাড়ির ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে জন্ম সার্টিফিকেট, সবকিছুই আপনি ডাউনলোড (Marriage Certificate Download) করে ফেলতে পারবেন অনলাইনে। এতদিন বাকি ছিল শুধু বিয়ের শংসাপত্র। এবার সেটাও আপনি পেয়ে যাবেন অনলাইনে। আপনি যদি হন সদ্য বিবাহিত, তবে ম্যারেজ সার্টিফিকেট পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন বা কী কী জমা দিতে হবে আপনাকে জানুন এই প্রতিবেদনে।

কী কী জমা দিতে হবে ম্যারেজ সার্টিফিকেট পাওয়ার জন্য?

অনলাইনে বিয়ের শংসাপত্র পাওয়ার জন্য আপনাকে জমা দিতে হবে নবদম্পতি অর্থাৎ বর এবং কনের আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স। জমা দিতে হবে দুজনেরই পাসপোর্ট আকারের ছবি। যদি পাওয়া যায় সাক্ষীদের শংসাপত্র, সেটাও জমা দিতে পারেন আপনি।

ম্যারেজ সার্টিফিকেট পাওয়ার জন্য কীভাবে আবেদন করবেন?

অনলাইনে ম্যারেজ সার্টিফিকেটের আবেদন করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে রাজ্য সরকারের ওয়েবসাইট https://service online.gov.in/- এ। ওয়েবসাইটে প্রথমেই খুঁজে বের করতে হবে Marriage Registration বা Marriage Certificate। লিংকে ক্লিক করার পর দেখতে পাবেন একটি আবেদন পত্র।

আরও পড়ুন : বিয়ের আগে কিভাবে বুঝবেন স্ত্রী সাংসারিক হবেন কিনা? জেনে রাখুন পুরুষেরা

আবেদনপত্রে নিজের এবং আপনার স্ত্রীর সম্পর্কে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। উল্লেখ করতে হবে বিবাহের তারিখ, সময় স্থান এবং অন্যান্য বিবরণ। আবেদনপত্রটি পূরণ করার পর প্রয়োজনীয় নথি আপলোড করে দিতে হবে। নথি আপলোড করার পর দিতে হবে আবেদন ফি। আবেদন ফি জমা দেওয়ার পরেই আপনি আবেদন জমা দিয়ে দিতে পারেন।

আরও পড়ুন : লক্ষীর ভান্ডার, বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, জানুন এখনই

আবেদন জমা দেওয়ার পরে আবেদন পত্র যাচাই করা হবে আপনার। আপনার আবেদনপত্রে কোন ভুল থাকলে তা বাতিল হয়ে যেতে পারে। সবকিছু সঠিক জমা পড়লে তবেই অনুমোদিত হবে আপনার আবেদন পত্র, তাই নির্ভুলভাবে জমা দেওয়ার চেষ্টা করবেন।