Free Electricity : বিদ্যুৎ ছাড়া জীবন এখন কল্পনারও অতীত। এসি থেকে ওয়াশিং মেশিন, ইন্ডাকশন ওভেন থেকে গিজার, সবকিছুই চলে বিদ্যুতের সাহায্যে। মানুষের জীবন এতোটাই বিদ্যুৎ ময় হয়ে উঠেছে যে মাসের শেষে একটি মোটা অংকের টাকা ইলেকট্রিক বিলের (Electricity Bill) জন্য তুলে রাখতে হয়। কিন্তু এবার ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ আপনি খরচ করতে পারবেন একেবারে বিনামূল্যে (No Cost Electricity)। কেন্দ্রের (Central Government) এই সুবিধা নেওয়ার জন্য আপনাকে করতে হবে শুধু এই কাজটি।
বিনামূল্যে বিদ্যুৎ নিয়ে সরকারের নতুন স্কিম
একদিকে উচ্চবিত্ত ব্যক্তিদের কাছে যথেষ্ট অর্থ থাকায় ইলেকট্রিক বিল দেওয়া তাদের কাছে কোনও বড় কথা নয়, অন্যদিকে নিম্ন মধ্যবিত্ত ব্যক্তিদের বাড়িতে এমন কিছু থাকে না যার জন্য বিরাট অংকের কোনও বিল আসবে। সব থেকে সমস্যায় পড়তে হয় মধ্যবিত্ত ব্যক্তিদের। মধ্যবিত্ত পরিবারে এসি থেকে ইন্ডাকশন সবকিছুই থাকে কিন্তু মাসের শেষে একটি মোটা অংকের বিল দিতে গিয়ে বেশ কষ্টের সম্মুখীনই হতে হয় বাড়ির কর্তাদের। এই সমস্যা মেটানোর জন্যই এবার সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে একটি নতুন স্কিম।
অন্তবর্তী বাজেটে বিদ্যুৎ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের
গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে অন্তবর্তী বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটে নির্মলা সীতারমন প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই সুযোগ-সুবিধা পাবে শুধুমাত্র সেই সমস্ত পরিবার গুলি, যারা প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার আওতায় আসবেন। এই যোজনার আওতায় কীভাবে বিদ্যুতে ছাড় পাবেন পরিবারগুলি? ছাড় পাওয়ার জন্য কী করতে হবে তাদের?
সূর্যোদয় যোজনার মাধ্যমে দেওয়া হবে বিনামূল্যে বিদ্যুৎ
বাজেটে ঘোষণা করা হয়েছে, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার (Pradhan Mantri Suryodaya Yojana) মাধ্যমে দেশের ১ কোটি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হবে। পরিবার গুলিকে বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর সুযোগ দেওয়া হবে। এই সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎ উৎপাদিত হবে তা ব্যবহার করতে পারবেন পরিবারের সদস্যরা।
অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করারও সুযোগ পাবেন আপনি
সোলার প্যানেল থেকে তৈরি হওয়া বিদ্যুৎ শুধু নিজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তা নয়, অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করারও ব্যবস্থা থাকবে। অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করার ক্ষেত্রে সাহায্য করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে ওই সমস্ত পরিবারগুলি প্রতি মাসে ১৫০০০ টাকা থেকে ১৮০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
আরও পড়ুন : এক লাফে বাড়লো গ্যাস সিলিন্ডারের দাম! বাজেটের দিনই ঝটকা LPG -এর দামে
প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার উদ্বোধন করা হয় গত ২২শে জানুয়ারি। এই প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, আরইসি এই প্রকল্প রূপায়ণ করবে এবং এই প্রকল্পের আওতায় সৌর প্যানেল লাগানোর জন্য সম্মিলিতভাবে ১.২ লক্ষ কোটি টাকা ঋণ পর্যন্ত দেওয়া হবে।
আরও পড়ুন : নতুন বাজেটে কী কী সস্তা হল বাজারে? দাম বাড়লো কোন কোন জিনিসের?
কীভাবে আবেদন করবেন?
আপনি যদি আপনার বাড়ির ছাদে সৌর প্যানেল বসাতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে https://solarrooftop.gov.in/ওয়েবসাইটে গিয়ে। আবেদন জানানোর পর বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হলেই প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে ছাড়ের সুযোগ পাবেন আপনি।