শীতকালে গিজার ফেটে যায় কেন? গিজার ফেটে বিস্ফোরণ এড়াতে কী কী করবেন না?

Riya Chatterjee

Published on:

How To Avoid Geyser Accident In Winter

শীতকালে অনেকেই আছেন যারা ঠান্ডা জলের কারণে স্নান করতে ভয় পান। সেই কারণেই এখন বেশিরভাগ বাড়িতে গিজার ব্যাবহার করা হচ্ছে। তবে অনেকেই জানেন গিজার ফেটে যায়। কিন্তু এটা জানেন কী যে কেন গিজার ফেটে যায়? আর কী করলে এই দুর্ঘটনা এড়াতে পারবেন? চলুন আজ সেই সম্পর্কে জেনে নিই এই প্রতিবেদনে।

গিজারের কাজ হচ্ছে ট্যাংকে জমা জল টাকে গরম করা। অর্থাৎ গিজারে দুটি পাইপ থাকে। একটি দিয়ে ঠান্ডা জল গিজারের ট্যাংকে প্রবেশ করে। আর একটি পাইপ দিয়ে গরম হওয়া জল বেরিয়ে যায়। কিন্তু শীতকালে জল অতিরিক্ত ঠান্ডা হয়। তাই সেই অতিরিক্ত ঠান্ডা জল গরম করতে গিয়ে ট্যাঙ্কের অভ্যন্তরে আরও বেশি প্রসারণ এবং সংকোচন হয় তাহলে বুঝতে হবে এটি গিজারের সমস্যা। সময় মত যদি সমস্যা না মেটানো যায় তাহলে গিজারটি ফেটে পর্যন্ত যেতে পারে।

গিজার ব্যাবহারের নিয়ম

ফিটিংয়ের দিকে মনোযোগ দিন : অনেকেই আছে যারা গিজার কিনে নিজেই ফিটিং করতে যান। কিন্তু সেক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ঘটে যেতে পারে বড়োসড় বিপদ। তাই বাড়িতে যখনই গিজার লাগান না কেনো বিশেষজ্ঞের ডেকে গিজার ইনস্টল করুন।

এক্সহস্ট ফ্যান : গিজারে যখন জল গরম হয় তখন কার্বন ডাই অক্সাইড এর মত গ্যাস তৈরি হয়। যা শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তাই বাথরুমে যেখানে রিজাল লাগাবেন সেখানে যেন অবশ্যই এক্সহস্ট ফ্যান থাকে।

গিজার বন্ধ করতে ভুলবেন না : বর্তমানের গিজারগুলো বেশিরভাগই স্বয়ংক্রিয় হয়। অর্থাৎ জল গরম হয়ে গেলে আপনা আপনি গিজার বন্ধ হয়ে যায়। কিন্তু পুরনো গিজারের ক্ষেত্রে সেই সুবিধা নেই। তাই চেষ্টা করবেন জল গরম হয়ে গেলে গিজারের সুইচ বন্ধ করে দেওয়ার।

গিজার ফেটে দুর্ঘটনা এড়াতে কী কী করবেন?

সার্ভিসিং : গরম কালে গরম জল লাগে না বলে দীর্ঘদিন গিজার ব্যবহার করা হয় না। তাই শীতকালে যখন নিজের ব্যবহার করবেন অবশ্যই তার আগে সার্ভিসিং করিয়ে নেবেন। দেখে নেবেন সেন্সর ঠিক আছে কিনা।

মাঝে মধ্যে গিজার ব্যাবহার : চেষ্টা করবেন সারা বছর কোন না কোন কাজের কারণে গিজারটি ব্যবহার করার। কারণ দীর্ঘদিন গিজার না ব্যবহার করলে ভেতরে জমতে পারে আয়রন। আর পরবর্তীতে সেই থেকেই ঘটতে মারাত্মক বিপদ।

স্বীকৃত সংস্থার জিনিস : বর্তমানে নানা রকম কোম্পানি গিজার তৈরি করছে। কিন্তু বিশ্বস্ত ব্র্যান্ডের জিনিস কেনা গুরুত্বপূর্ণ। অপিরিচিত ব্র্যান্ডের গিজা়র সস্তা হতে পারে, তবে টেকসই নয়। তাই আপনি যখন গিজার কিনবেন অবশ্যই ISI চিহ্ন সহ পছন্দ করবেন।

তামার তার : গিজারটি যে তারের দাঁড়ায় বিদ্যুতের সঙ্গে সংযোগ করবেন সেটি যেন অবশ্যই তামার হয়। কারণ তামার না হলেই বিপদে পড়বেন। অন্য ধাতুর হলে ঘটতে পারে বিস্ফোরণ।