মাত্র ১৫০ টাকায় হোটেলের মত রুম! যাত্রীদের জন্য দুর্দান্ত ব্যবস্থা IRCTC-র, বুকিং করুন এইভাবে

Railway Retiring Room : কখনো লাইনে সমস্যা, আবার কখনো প্রাকৃতিক দুর্যোগ কোনো না কোনো কারণে ট্রেন লেট হয়েই থাকে। তবে এই দেরি হওয়ার ব্যবধান যত বাড়ে ততই সমস্যায় পড়েন যাত্রীরা। রাতের দিকে এই সমস্যা বাড়ে আরও বেশি। যাত্রীদের এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্যই এবার ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের জন্য নিয়ে এল রিটায়ারিং রুমের (IRCTC Retiring Room) ব্যবস্থা। যেখানে আপনি খুব কম খরচে হোটেলের মত ঘরে থেকে বিশ্রাম নিতে পারবেন।

কি এই রিটায়ারিং রুম?

ট্রেন যদি ২ থেকে ৬ ঘন্টার বেশি দেরি করে, সেক্ষেত্রে যাত্রীরা এই বিশেষ ব্যবস্থা নিতে পারবেন। ট্রেন যদি রাতের দিকে লেট করে, সেক্ষেত্রে যাত্রীরা এই রুমে অপেক্ষা করতে পারবেন ট্রেনের জন্য। এই বিশেষ ঘরগুলি আইআরসিটিসি দ্বারা পরিচালিত হয়। এই ঘরগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে বিশেষ সুযোগ সুবিধার দিক থেকে হার মানিয়ে দেয় হোটেলের ঘরকেও।

রিটায়ারিং রুমের ভাড়া কত?

এই বিশেষ ঘরগুলি কয়েক ঘন্টার জন্য নিজের করে নিতে আপনাকে খরচ করতে হবে মাত্র ১৫০ টাকা। শুনলে অবাক লাগলেও এটি একেবারে সত্যি। যেখানে অন্যান্য হোটেলের ভাড়া হাজার টাকার কম নয়, সেখানে মাত্র ১৫০ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন রীতিমতো বিলাসবহুল ঘরের সমস্ত সুযোগ সুবিধা। ট্রেন না আসা পর্যন্ত আপনি এবং আপনার পরিবার আরামে বিশ্রাম করতে পারবেন রেলের এই বিশেষ ঘরে।

কতক্ষণ থাকা যাবে রেলের রিটায়ারিং রুমে?

সর্বনিম্ন ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ২ দিন পর্যন্ত আপনি এই ঘরগুলি বুক করতে পারবেন। নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে ১২ ঘন্টার জন্য রুম পাওয়া যায় মাত্র ১৫০ টাকায়। তবে যদি আপনি এসি রুম নিতে চান সে ক্ষেত্রে ২৪ ঘন্টার জন্য আপনাকে দিতে হবে ৪৫০ টাকা। তবে শুধু নতুন দিল্লি নয়, যে কোন স্টেশনেই আপনি অনায়াসে বুক করতে পারবেন এই রুমগুলি।

আরও পড়ুন : মাত্র কয়েক ঘন্টাতেই এবার পৌঁছে যাবেন পাহাড়! চালু হল উত্তরবঙ্গে পৌঁছানোর নতুন ট্রেন

রিটায়ারিং রুমের বুকিং করবেন কিভাবে?

Irctc Retiring Room Booking : অনলাইন এবং অফলাইন, দুভাবেই বুকিং করা যায়। অনলাইনে বুক (Retiring Room Booking Online) করার জন্য প্রথমে আইআরসিটিসি-র ওয়েবসাইটে গিয়ে My Booking অপশনে গিয়ে ক্লিক করুন। এরপর কেমন রুম আপনি নিতে চান বা কতক্ষনের জন্য নিতে চান তা বেছে নিন। লগইন করার জন্য আপনাকে দিতে হবে ট্রেনের পিএনআর নম্বর।

আরও পড়ুন : এক্সপ্রেস ট্রেনের টিকেট দিয়ে লোকাল ট্রেনে চড়া যায়? ৯৯% যাত্রী জানেন না ট্রেনের এই নিয়ম

ট্রেনের সময়সূচি অনুযায়ী আপনার রুম বুক হয়ে যাবে। আপনার ট্রেন কতক্ষণ লেট হচ্ছে সেই অনুযায়ী আপনার রুম বুক হবে। অফলাইনে বুক করতে গেলে আপনাকে স্টেশনের স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনার টিকিট এবং ট্রেনের নম্বর, সর্বোপরি সময়সূচী দেখে তবেই আপনার বুকিং নেওয়া হবে রিটায়ারিং রুমের।