Voter ID কার্ড না-থাকলেও দেওয়া যাবে ভোট, জেনে নিন কীভাবে

Voter Card : ভোটার কার্ড বা হারিয়ে গিয়েছে? নষ্ট হয়ে গিয়েছে? বা খুঁজে পাচ্ছেন না? চিন্তার কোনও কারণ নেই। কারণ ভোটার কার্ড সঙ্গে না থাকলেও নিশ্চিন্ত মনে ভোট দিতে যেতে পারবেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে ভোটার কার্ড ছাড়াও আরও ১২ ধরনের কার্ড দেখিয়ে ভোট দেওয়া যায়। কোন কোন কার্ড রয়েছে এই তালিকায়? দেখুন।

সামনেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন। ভোট দেওয়ার জন্য ভোটার কার্ড গুছিয়ে রাখছেন সকলেই। কারণ সকলেরই ধারণা ভোটার কার্ড না থাকলে ভোট দেওয়া যায় না। এমনটা কিন্তু নয়। ভোট দিতে গেলে ভোটার কার্ড সঙ্গে রাখাই উচিত তবে তা বাধ্যতামূলক নয়। ভোটার কার্ড ছাড়াও আপনি ১২ ধরনের সচিত্র পরিচয় পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন।

ভোটার কার্ড ছাড়া আর কোন কোন কার্ড দেখিয়ে ভোট দেওয়া যায়?

  • আধার কার্ড,
  • প্যান কার্ড,
  • ড্রাইভিং লাইসেন্স,
  • রেশন কার্ড,
  • ব্যাঙ্ক বা পোস্ট অফিসের সচিত্র পাসবুক,
  • ১০০ দিনের জব কার্ড,
  • শ্রম দপ্তর থেকে প্রাপ্ত স্বাস্থ্য বীমার সচিত্র পরিচয় পত্র,
  • কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মচারীদের সচিত্র পরিচয় পত্র,
  • ভারতীয় পাসপোর্ট,
  • পেনশন সংক্রান্ত সচিত্র নথিপত্র,
  • সাংসদ বিধায়ক বা বিধান পরিষদের সদস্যদের দেওয়া সরকারি পরিচয় পত্র,
  • ভারত সরকারের সামাজিক সুরক্ষা দপ্তরের তরফ থেকে বিশেষ ক্ষমতা সম্পন্নদের দেওয়া পরিচয় পত্র।

রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী এই সম্পর্কে জানিয়েছেন ভোটাররা যাতে হয়রানির সম্মুখীন না হন তার জন্য প্রতিটি বুথে বা ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ভোট দেওয়ার জন্য বৈধ নথির এই তালিকা টাঙ্গানো থাকবে। উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যে প্রায় ৭ কোটি ৫৯ লক্ষ ভোটার রয়েছেন। তাদের প্রত্যেকেরই ভোটার কার্ড রয়েছে।

আরও পড়ুন : ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সবথেকে সহজ পদ্ধতি

আগামী ১৯শে এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে ভোট পর্ব শুরু হবে। প্রথম দফায় ভোট রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। ২৬ শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে। ৭ই মে তৃতীয় দফার ভোট রয়েছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে।

আরও পড়ুন : DigiLocker-এ কীভাবে সেভ রাখবেন e-EPIC? রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি

১৩ই মে চতুর্থ দফার ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বীরভূম এবং বোলপুরে। ২০ মে পঞ্চম দফার ভোট হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেরিয়া, হুগলি, আরামবাগে। ২৫শে মে ষষ্ঠ দফার ভোট রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক এবং ঘাটালে। ১লা জুন সপ্তম দফার ভোট রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং যাদবপুরে।