কার্ড পাল্টালেই মিলবে দ্বিগুণ রেশন! জানুন কীভাবে বদলাবেন Ration Card

Avatar

Published on:

How To Change Ration Card RKSY 1 RKSY 2 To PHH Or SPHH

How To Change Ration Card : বিনামূল্যে বা খুব অল্প অর্থের বিনিময়ে চাল, ডাল, নুন চিনি পাওয়া যায় রেশন দোকান থেকে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে দেশের মানুষদের বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। যে কোন আপৎকালীন সময়ে এই পরিমাণ আরো কিছুটা বাড়িয়ে দেওয়া হয়। তবে আজ এমন একটি পদ্ধতি আপনাদের বলবো যার মাধ্যমে আপনি সারা বছরই পাবেন দ্বিগুণ রেশন।

সারা বছর পাবেন দ্বিগুণ রেশন

সাধারণত RKSY 1, RKSY 2, PHH, SPHH, AAY এই কার্ডগুলির দ্বারা রেশন তুলতে পারেন সাধারণ মানুষ। এগুলির মধ্যে PHH, SPHH কার্ডে বেশি রেশন পাওয়া যায়। আপনি যদি আপনার RKSY 1, RKSY 2 রেশন কার্ড বদলে ফেলতে পারেন তাহলেই হয়ে যাবে সব সমস্যার সমাধান। জানুন কীভাবে পাল্টে ফেলবেন আপনার রেশন কার্ড।

কীভাবে বদলাবেন রেশন কার্ড?

অনেকেই জানেন না, কিছু কিছু কার্ডে এখন বেশি রেশন সামগ্রী পাওয়া যায়। আর এই না জানার কারণেই তারা দিনের পর দিন হন বঞ্চিত। PHH বা SPHH কার্ড থাকলে অন্যদের থেকে বেশি রেশন পাওয়া যায়। সেক্ষেত্রে RKSY কিংবা RKSY 2 কার্ড যদি PHH বা SPHH কার্ডে বদলে ফেলতে পারেন তাহলেই হবে মুশকিল আসান।

RKSY 1 থেকে কীভাবে SPHH কার্ডে রূপান্তর করবেন?

এখন সকল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে। আর আধার লিঙ্ক হওয়া মানেই ডকুমেন্ট লিঙ্ক হয়ে থাকে। পরিবারের প্রধান সদস্যের রেশন কার্ড যদি PHH বা SPHH কার্ড হয় তাহলে পরিবারের বাকি সদস্যদের কার্ড RKSY 1 হলেও সেই কার্ড বদলে ফেলা যায়।

যারা বৈবাহিক সূত্রে সংশ্লিষ্ট পরিবারের সদস্য হয়েছেন তাদের কার্ডও এইভাবে বদলে নেওয়া যায়। সেই সঙ্গে সেই পরিবারের সন্তানদের রেশন কার্ডও RKSY 1 টাইপ হয়ে থাকলে পরে তা আপডেট করে বদলে ফেলা যায়। তবে সব ক্ষেত্রেই অবশ্য পরিবারের প্রধান সদস্যের কার্ড হতে হবে PHH বা SPHH ক্যাটাগরির।

আরও পড়ুন : বাতিল হবে কয়েক কোটি রেশন কার্ড! আপনার নাম নেই তো?

কীভাবে জানবেন আপনার রেশন কার্ডের স্ট্যাটাস?

আপনার রেশন কার্ড স্ট্যাটাস কি সেটা জানার জন্য প্রথমেই যেতে হবে ফুড কর্পোরেশনের ওয়েবসাইট fci.gov.in -এ। এরপর রেশন কার্ড অপশনে ক্লিক করতে হবে। Download e Ration Card অপশনে গিয়ে ক্লিক করতে হবে Click To Download অপশনে।

আরও পড়ুন : বাড়িতে বসে কীভাবে পাবেন ডিজিটাল রেশন কার্ড? দেখুন Step By Step পদ্ধতি

এরপর Ration Card অপশনে ক্লিক করলেই খুলে যাবে নতুন একটি পেজ। এই পেজে RKSY 1 রেশন কার্ডের নম্বর এবং ক্যাপচা কোড লিখে সার্চ করলেই আপনার রূপান্তরিত কার্ডের তথ্য চলে আসবে। সেখানে আপনার কার্ডের প্রকৃতি উল্লেখ করা থাকবে।