Swasthya Sathi কার্ডে কত টাকা আছে? ব্যালেন্স চেক করুন এইভাবে

Riya Chatterjee

Published on:

How To Check Swasthya Sathi Card Balance

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প রাজ্যের প্রতিটি মানুষকে চিকিৎসা খাতে বিনামূল্যে পরিষেবা দেওয়ার উদ্দেশ্য চালু হয়েছে। রাজ্যে প্রত্যেকটি পরিবারকে এই প্রকল্পের আওতায় বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারেজ দেওয়া হয়। সরকারি এবং বেসরকারি, নির্বিশেষে প্রত্যেকটি হাসপাতালে বাধ্যতামূলকভাবে গৃহীতভাবে এই স্বাস্থ্য সাথী কার্ড। তবে আপনার স্বাস্থ্য সাথী কার্ডে ঠিক কত টাকা রয়েছে কীভাবে জানবেন? জেনে নিন পদ্ধতি।

স্বাস্থ্য সাথী কার্ড আসলে একটি স্মার্ট কার্ড। হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য ভর্তির সময় এই কার্ড ব্যবহার করা যাবে। এই কার্ডে পরিবারের প্রত্যেক সদস্যের তথ্য থাকে। এই কার্ডের মাধ্যমে কার্ডধারী এবং তার পরিবারের সদস্যরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন।

স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধাগুলো কী কী?

  • প্রত্যেক পরিবারের মহিলা সদস্যের নামে এই স্মার্ট কার্ড দেওয়া হয়। যেখানে পরিবারের বাকি সদস্যদের নামও থাকে।
  • পশ্চিমবঙ্গের সব নাগরিক এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
  • স্বাস্থ্য সাথী কার্ডে উল্লেখিত একটি পরিবারের প্রত্যেক সদস্য বিনামূল্য চিকিৎসা পাবেন।
  • চিকিৎসাক্ষেত্রে ক্যাশলেস পরিষেবা মিলবে।
  • প্রতিটি পরিবারকে প্রত্যেক বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হয় বিনামূল্যে।

আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডারে ১০০০ টাকা ঢুকছে কিনা চেক করুন এইভাবে

স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা আছে জানবেন কীভাবে?

বর্তমানে পশ্চিমবঙ্গে ৪ কোটি ৯০ লক্ষ মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা পান। যেখানে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। কোনও চিকিৎসা পরিষেবা নেওয়ার পর আর কত টাকা কার্ডে বাকি রয়েছে সেটা জানবেন কীভাবে? কীভাবে চেক করবেন স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স? জেনে নিন।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন ৩০০০ টাকা, লক্ষ্মীর ভান্ডার অতীত আসছে অন্নপূর্ণা যোজনা

স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স চেক করার পদ্ধতি

  • গুগল প্লে স্টোর থেকে Swasthya Sathi App ইন্সটল করে নিন।
  • এবার এই অ্যাপে URN Verification করুন।
  • নতুন একটি পেজে কার্ডধারীর জেলার নাম, URN নম্বর বা স্বাস্থ্য সাথী কার্ড এর নম্বর লিখে Show Data অপশন ক্লিক করুন।
  • View Balance অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনার স্বাস্থ্য সাথী কার্ডে কত টাকা ব্যালেন্স আছে সেই তথ্য স্ক্রিনে দেখাবে।