এক ট্রিকসেই সাধারণ অ্যান্ড্রয়েড ফোন হবে iphone, করুন ছোট্ট এই কাজ

iPhone : বাড়ি বা গাড়ি কেনার পাশাপাশি অনেকেরই স্বপ্ন থাকে একটি আইফোন কেনার। তবে বাজেটের কারণে এই স্বপ্ন পূরণ হয় না অনেকেরই। কিন্তু আপনি কি জানেন আপনার হাতের স্মার্টফোনকেই (Smart Phone) এবার আপনি আইফোনে (iPhone) রূপান্তরিত করতে পারবেন, তাও আবার একটি ক্লিকেই। জানুন কীভাবে করবেন এই কাজ।

iphone 15 Launcher অ্যাপ

আজ আপনাকে যে ট্রিকের কথা বলব তাতে আপনার ফোনের হোম স্ক্রিন, অ্যাপ আইকন, উইজেট, লক স্ক্রিন পরিবর্তন করে ফেলতে পারবেন iphone-এর মত। প্রথমেই আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে Google Play Store – এ যেতে হবে। এরপর সার্চ করতে হবে iphone 15 Launcher। এরপর অ্যাপটি ইন্সটল করে ওপেন করতে হবে।

অ্যাপের মধ্যে প্রথমেই দেখবেন apply অপশন রয়েছে যেটি ক্লিক করলে আপনার সামনে টার্মস এন্ড কন্ডিশন লেখাটি ভেসে উঠবে। টার্মস এন্ড কন্ডিশন গ্রহণ করে পারমিশন দিন। এবার আপনার পছন্দ অনুযায়ী অ্যাপ সেট করুন। এরপর দেখবেন আপনি খুব সহজেই পরিবর্তন করতে পারছেন আপনার হোম স্ক্রিন, লে আউট, অ্যাপ আইকন, উইজেট এবং লক স্ক্রিন।

হোম স্ক্রীন পরিবর্তন করুন এইভাবে

আপনার ফোনের হোম স্ক্রিনটি আইফোনের মত পরিবর্তন করতে প্রথমে Home Screen অপশনে ক্লিক করুন। এরপর বিভিন্ন ধরনের হোমস্ক্রিন লে আউট ভেসে উঠবে আপনার সামনে, তার মধ্যে একটি সিলেক্ট করুন। ব্যাস, তাহলেই আপনি আপনার হোম স্ক্রিন চেঞ্জ করে ফেলতে পারবেন।

আরও পড়ুন : ২০২৪ -এর সেরা ৫টি ক্যামেরা স্মার্টফোন, যা DSLR -কেও টেক্কা দেবে

অ্যাপ আইকন পরিবর্তন করুন এইভাবে

অ্যাপ আইকন পরিবর্তন করতে App Icons বিকল্পে ক্লিক করতে হবে। এবার অ্যাপ আইকন প্যাকটি নির্বাচন করুন। ব্যাস তাহলেই পরিবর্তন হয়ে যাবে আপনার অ্যাপ আইকন। আপনি চাইলে আপনার ব্যক্তিগত অ্যাপগুলির আইকনও পরিবর্তন করতে পারেন ঠিক একই ভাবে।

আরও পড়ুন : মাত্র ৪৫০০০ টাকায় iphone15 ! কীভাবে কোথায় কিনবেন দেখুন

উইজেট এবং লক স্ক্রিন পরিবর্তন করুন এইভাবে

উইজেট পরিবর্তন করতে Widgets বিকল্পে ক্লিক করে উইজেটটি নির্বাচন করুন। এবার উইজেটের আকার এবং স্থান পরিবর্তন করে ফেলুন। ঠিক একইভাবে আপনার Lock Screen পরিবর্তন করে নিতে পারবেন। তবে মনে রাখবেন, এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারফেস আই ফোনের মতো হয়ে যাবে। আপনার ফোনের কার্যক্ষমতা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মতই থাকবে।