অনলাইনে ডাউনলোড করুন আধার কার্ড, জেনে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি

Aadhaar Online Download : আধার কার্ডের (Aadhaar Card) আসল কপির পাশাপাশি সফট কপিও এখন বিভিন্ন সময় বিভিন্ন দরকারে কাজে লাগে। UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি যখন খুশি আপনার আধার কার্ডের সফট কপি ডাউনলোড করতে পারবেন। মোবাইল নম্বর রেজিস্টার করা থাকুক বা না থাকুক, আপনি অনলাইনে আধার কার্ডের কপি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। কীভাবে? দেখুন পদ্ধতি।

কেন ডাউনলোড করবেন আধার কার্ড?

  • সেফ কিপিং : কখনও আসল আধার কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে UIDAI -এর ওয়েবসাইট থেকে যখন খুশি আপনি আপনার আধার কার্ডের কপি ডাউনলোড করতে পারবেন।
  • কেওয়াইসি যাচাইয়ের জন্য ‌: ব্যাঙ্ক সংক্রান্ত পরিষেবা, ঋণের জন্য আবেদন ইত্যাদি বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে কেওয়াইসি যাচাইয়ের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আধার কার্ডের একটি কপি ডাউনলোড করা থাকলে আপনার সুবিধা হবে।
  • সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা : বর্তমান সময়ে ভর্তুকি, বিভিন্ন ভাতাসহ বিভিন্ন সরকারি সুবিধা পেতে ডকুমেন্ট হিসেবে আধার কার্ডের সফট কপি দিতে পারেন।
  • পরিচয়ের প্রমাণপত্র : জরুরী প্রয়োজনে‌ আধার কার্ডের সফট কপি বা ডাউনলোড করা আধার কার্ড আপনার পরিচয় পত্র হিসেবে কাজ করবে।

অনলাইনে কীভাবে ডাউনলোড করবেন আধার কার্ড?

  • UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in যান।
  • Download Aadhaar অপশন ক্লিক করুন।
  • আপনার ১২ ডিজিটের আধার নম্বর বা ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডি বা ২৮ ডিজিটের EID নম্বর লিখুন।
  • ক্যাপচা লিখে Generate OTP অপশনে ক্লিক করুন।
  • আপনার রেজিস্টার করা মোবাইলে যে ওটিপি আসবে সেটা লিখে লগইন করুন।
  • আপনার আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে। আপনাকে পাসওয়ার্ড দিয়ে এটা খুলতে হবে।
  • UIDAI আধার ব্যবহারকারীর নামের প্রথম চারটি অক্ষর বড় হরফে এবং তারপর জন্ম সাল ব্যবহার করার পরামর্শ দেয় পাসওয়ার্ড হিসেবে। যদি কারও নাম Aniket হয় এবং জন্ম সাল হয় 1989 তাহলে তার পাসওয়ার্ড হবে ANIK1989।
  • আধার কার্ড ডাউনলোড করার পর আপনি প্রিন্ট করাতে পারবেন।

আরও পড়ুন : নিজের ফোনেই করে নিন Aadhaar Card আপডেট! রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি

OTP ছাড়া কীভাবে আধার কার্ড ডাউনলোড করবেন?

  • আপনার ক্রোম ব্রাউজার বা ডেস্কটপ থেকে UIDAI -এর ওয়েবসাইটে যান।
  • My Aadhaar অপশনে ক্লিক করুন।
  • Download Aadhaar অপশনে Order Aadhaar Reprint অপশন ক্লিক করুন।
  • আপনার ১২ ডিজিটের আধার নম্বর বা ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নম্বর লিখুন।
  • ক্যাপচা কোড দিয়ে Submit করুন।
  • My mobile number is not registered অপশন সিলেক্ট করুন।
  • এবার একটি বিকল্প মোবাইল নম্বর দিন।
  • এই নম্বরে একটা ওটিপি আসবে।
  • সেই ওটিপি দিয়ে Submit অপশন ক্লিক করুন। এবার আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।