Masked Aadhaar Card : আধার কার্ড ভীষণই একটি গুরুত্বপূর্ণ নথি। তবে এই আধার নম্বর নিয়ে যেভাবে সাইবার ক্রাইম বেড়ে চলেছে, তা আটকানোর জন্য এবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নিলেন একটি অভিনব পদ্ধতি। এবার থেকে চালু হতে চলেছে, Masked Aadhaar Card। আপনি কীভাবে ডাউনলোড করতে পারবেন এই কার্ড এবং এর সুবিধাগুলো কী কী জেনে নিন।
Masked Aadhaar কি?
আধার কার্ডে দেওয়া থাকে ছবি, নাম, ঠিকানা এবং কিউ আর নম্বর। তবে বায়োমেট্রিক এবং ডোমোগ্রাফিক তত্ত্বের ওপর নির্ভর করে দেওয়া হয় একটি ১২ অঙ্কের সংখ্যা। এই সংখ্যাটিকে বলা হয় ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, যেটি ভীষণ গুরুত্বপূর্ণ। মাস্কড আধার কার্ডে আড়াল করা হয় এই নম্বরটিই। প্রথম ৮ টি সংখ্যা লুকানো থাকলেও শেষ ৪টি সংখ্যা দেওয়া থাকবে কার্ডে। প্রথম ৮টি সংখ্যা ‘X’ দিয়ে প্রতিস্থাপন করা থাকবে। (উদাহরণ: xxxx-xxxx-০১১২) নাম, ছবি এবং QR কোড দেখা যাবে।
Masked Aadhaar Card- এর সুবিধা কী?
যেহেতু সব নম্বর প্রকাশ করা থাকবে না তাই আপনার আধার কার্ডের গোপনীয়তা বজায় থাকবে। আপনার আধার কার্ডের নম্বরের অপব্যবহার হবে না একেবারেই। এই আধার কার্ড ব্যবহার করলে সাইবার ক্রাইমের হাত থেকে রক্ষা পাবেন আপনি।
আরও পড়ুন : বাড়বে টিভি দেখার খরচ! ১২ টাকার চ্যানেলের দাম এখন কত? দেখেই মাথায় হাত গ্রাহকদের
Masked Aadhaar Card কোথায় ব্যবহার করতে পারবেন?
UIDAI নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র যারা লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান, সেখানে আপনি নরমাল আধার কার্ড ব্যবহার করতে পারবেন। কিন্তু যারা লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান নয়, সেখানে মাস্কড আধার কার্ড ব্যবহার করাই উচিত। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানে সবথেকে বেশি প্রতারিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই অবশ্যই ব্যবহার করতে হবে মাস্কড আধার কার্ড।
আরও পড়ুন : কোন ট্রাফিক আইন ভাঙলে কত টাকা জরিমানা? দেখুন সম্পূর্ণ তালিকা
Masked Aadhaar Card কিভাবে ডাউনলোড করবেন?
প্রথমেই ইউআইডিএআই- এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ – এ ক্লিক করতে হবে। এরপর My Aadhar অপশনে গিয়ে ডাউনলোড আধার ক্লিক করতে হবে। ক্লিক করলেই আধার ডাউনলোড পেজে রিডিরেক্ট করা হবে। এবার দিতে হবে ১২ সংখ্যার আধার নম্বর এবং ১৬ সংখ্যার Virual ID দিতে হবে। এবার নাম, পিনকোড এবং সিকিউরিটি কোড দিতে হবে। Select your preference সেকশনে গিয়ে Masked Aadhaar সিলেক্ট করতে হবে। এবার আপনার মোবাইলে আসবে ওটিপি নম্বর, সেটা দিলেই pdf ফর্মাটে। আপনার আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে।