ভূমিকম্পে বিপর্যস্ত জাপান! ফোনে আপনি কীভাবে পাবেন ভূমিকম্পের এলার্ট? করুন শুধু ছোট্ট এই কাজ

Avatar

Published on:

How To Get Google Earthquake Alert In Smartphone And Iphone

Google Earthquake Alert : এই মুহূর্তে একসাথে ১৫৫ টি ভূমিকম্প (Earthquake) এবং সুনামির জেরে রীতিমতো বিধ্বস্ত জাপান। এই বিপর্যয়ের ফলে যে জাপানের বহু মানুষ প্রাণ হারিয়েছেন তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে শুধু জাপান নয়, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এখন প্রায়শই ভূমিকম্পের খবর জানা যাচ্ছে। এমতাবস্থায় আপনিও যদি উপকূলবর্তী অথবা ভূমিকম্প প্রবণ এলাকায় থাকেন তাহলে আপনাকে বাঁচাতে পারে একমাত্র আপনার স্মার্টফোন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে জাপানের বহু মানুষ কয়েক সেকেন্ডের জন্য প্রাণে বেঁচেছেন শুধুমাত্র তাদের স্মার্টফোনে আর্থ কোয়েক অ্যালার্ট করা ছিল বলে। ভূমিকম্পের কিছুক্ষণ আগেই এই অ্যালার্ম বাজতে শুরু করে ফোনে, যার ফলে খুব তাড়াতাড়ি সতর্ক হয়ে নিরাপদ স্থানে সরে যাওয়া যায়। আপনিও যদি ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে চান, তাহলে জেনে নিন কি করতে হবে আপনাকে।

সম্প্রতি Google স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই ভূমিকম্প অ্যালার্ট সিস্টেম এনেছে, যার ফলে খুব সহজেই ভূমিকম্প হওয়ার আগেই সাবধান হওয়া যায়। এই সিস্টেম অ্যান্ড্রয়েড ফোন এবং Iphone, উভয় ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারবেন। মাত্র কয়েকটি পদক্ষেপ অনুসরণ করলেই আপনি আপনার ফোনে পেয়ে যাবেন ভূমিকম্পের সাবধানতা বার্তা।

এই বার্তা পাওয়ার জন্য অ্যান্ড্রয়েড ফোনে থাকতে হবে ৫ বা তার বেশি অপারেটিং সিস্টেম। থাকতে হবে ওয়াইফাই বা সেলুলার ইন্টারনেট কানেক্টিভিটি। অবশ্যই লোকেশন অন রাখতে হবে তবেই আপনার লোকেশন সনাক্ত করতে পারবে গুগল। ফোনের সেটিংসে গিয়ে Safety and Emergency সার্চ করে Earthquake Alert অপশন অন করে দিতে হবে। তাহলেই পাওয়া যাবে ভূমিকম্প সাবধানতা বার্তা।

আরও পড়ুন : স্মার্টফোন আমাদের কী কী ক্ষতি করে? জানুন স্মার্টফোন ব্যবহারের অপকারিতা

Iphone ব্যবহারকারীরা ভূমিকম্পের সাবধানতা বার্তা পাওয়ার জন্য সেটিংসে গিয়ে নোটিফিকেশন অপশনে ক্লিক করুন। এরপর এমার্জেন্সি অ্যালার্ট অন করে দিন। অবশ্যই অন করে রাখবেন লোকেশন। যেকোনো প্রাকৃতিক বিপর্যয় আসার আগেই আপনার ফোনে বাজতে থাকবে সাইরেন।

আরও পড়ুন : মাত্র ৬০০০ টাকায় ১২GB RAM, ওয়াটারপ্রুফ 5G মোবাইল! জলের দরে কিনুন নতুন স্মার্টফোন

যেভাবে সারা বিশ্বে ভূমিকম্পের পরিমাণ বাড়ছে তাতে শুধু নিজের নয়, বাড়ির প্রত্যেক সদস্যদের ফোনেই এই ভূমিকম্প অ্যালার্ট অন করে রাখুন। আপনি বাড়িতে না থাকলেও যাতে তারা ভূমিকম্পের আগাম বার্তা পেয়ে সাবধানতা অবলম্বন করতে পারেন সেদিকে অবশ্যই খেয়াল রাখুন। তবে মনে রাখবেন লোকেশন এবং ইন্টারনেট দুটোই সবসময় অন করে রাখতে হবে না হলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে না।