High Security Number Plate: গাড়িতে সবাইকেই লাগাতে হবে হাই সিকিউরিটি নম্বর! কীভাবে পাবেন জানুন

বর্তমানে ঘরে ঘরে প্রত্যেকেরই মোটরবাইক, স্কুটি কিংবা চার চাকা আছে। তবে শুধু ইচ্ছে পূরণের জন্য বাড়িতে গাড়ি রাখলেই হবে না। পশ্চিমবঙ্গ সরকার গাড়ি রাখার উপর একাধিক নিয়ম ও নিষেধাজ্ঞা চাপিয়েছে। সেই সমস্ত নিয়ম না জানলেই পড়বেন বিপদে। যেমন প্রত্যেকটি গাড়িতে থাকতে হবে হাই সিকিউরিটি নম্বর। কী এই নম্বর? কীভাবে পাবেন? জেনে নিন।

পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকায় বলা হয়েছে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বর প্লেট থাকতে হবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, এই নিয়ম ভারতের প্রত্যেকটি রাজ্যেই চালু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে গাড়িতে হাই সিকিউরিটির রেজিস্ট্রেশন নম্বর প্লেট না থাকলে মালিককে মোটা অংকের জরিমানা দিতে হবে।

High Security Number Plate

হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বর মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ দেশের বিভিন্ন রাজ্যে চালু হয়েছে। এই নম্বর আসলে গাড়ি চালক এবং আরোহীদের নিরাপত্তার কারণেই চালু করা হয়েছে। যেখানে নম্বর প্লেটে ১০ টি সংখ্যা থাকবে। এই দশটি সংখ্যার মধ্যে থাকবে অক্ষর এবং নম্বর। অ্যালুমিনিয়াম প্লেটের উপর বসানো থাকবে নম্বরগুলি।

নম্বরের প্রথম দুটি অক্ষরের মাধ্যমে রাজ্যের নাম বোঝাবে। পরে থাকবে জেলা সংক্রান্ত ক্রমিক নম্বর। প্রত্যেকটা জেলার ক্ষেত্রে ক্রমিক নম্বর আলাদা হবে। তারপর সব শেষে যে চার অক্ষর থাকবে সেগুলো হবে ইউনিক নম্বর। ২০১৯ সালের পর থেকে যারা নিজেদের গাড়ি রেজিস্ট্রেশন করিয়েছেন তাদেরকে হাই সিকিউরিটি নাম্বার প্লেট দেওয়া হয়েছে। ২০১৯ সালের আগে যারা রেজিস্ট্রেশন করিয়েছেন তাদেরকে নতুন করে নম্বর প্লেট নিতে হবে।

আরও পড়ুন : উঠে গেল বুকিং কাউন্টার! এবার মেট্রোতে কীভাবে টিকিট কাটবেন? জেনে নিন নতুন নিয়ম

High Security Number Plate

আরও পড়ুন : ভারতে নিষিদ্ধ এই ৪ ধরনের মোটর বাইক, চালালেই পড়বেন ফ্যাসাদে

১৫ই জুলাই থেকে ১৫ই নভেম্বরের মধ্যে এই হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বর নিয়ে নিতে হবে। যাদের রেজিস্ট্রেশনের শেষ নম্বর রয়েছে ৩ কিংবা ৪, তাদের ১৫ ই আগস্টের মধ্যে নম্বর প্লেট লাগাতে হবে। যাদের রেজিস্ট্রেশন নম্বরের শেষ অক্ষর ৫ কিংবা ৬, তাদের ১৫ই সেপ্টেম্বরের মধ্যে নতুন নম্বর প্লেট লাগাতে হবে। যাদের নম্বর প্লেটের শেষ অংক ৭ এবং ৮, তারা ১৫ ই নভেম্বরের মধ্যে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাবেন।