জালিয়াতি থেকে বাঁচতে কীভাবে সিম কার্ড লক করবেন? জেনে নিন পদ্ধতি

Sim Card Lock : যতদিন যাচ্ছে বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুরু করে আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় গোপন তথ্য স্মার্টফোনেই থাকে। দিন প্রতিদিন অনলাইন জালিয়াতিও বাড়ছে। বাড়ছে সিমকার্ড জালিয়াতির মত ঘটনা। নিমেষে ফাঁকা হয়ে যাচ্ছে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এসব রুখতে কীভাবে সাবধান হবেন আপনি? জানুন আজকের এই প্রতিবেদন থেকে।

সিম কার্ড লক রাখা প্রয়োজন কেন?

বর্তমানে মোবাইল নম্বর সমস্ত জরুরী ক্ষেত্রে দিয়ে রাখতে হয়। ব্যাঙ্ক, পোস্ট অফিস থেকে শুরু করে আধার কার্ডে, প্যান কার্ডে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতেও মোবাইল নম্বর ব্যবহার করেন অনেকে। এখন যদি সিমকার্ড চুরি হয়ে যায় বা জালিয়াতদের হাতে চলে আসে তাহলে বিপদে পড়বেন আপনি।

কীভাবে সিম কার্ড দিয়ে জালিয়াতি হয়?

প্রতারকরা সিম সোয়্যাপিংয়ের মাধ্যমে এই ধরনের প্রতারণা করে। প্রথমত যার নামে সিম তার একাধিক তথ্য সংগ্রহ করে। তারপর ওই ইউজারের নাম-পরিচয় ব্যবহার করে ব্যাঙ্কে ফোন করে আরও তথ্য জেনে নেয়। এরপর তারা আসল সিমকার্ড গ্রাহকের ভুয়ো পরিচয় পত্র বানিয়ে টেলিকম অফিসে যোগাযোগ করে জানায় সিম চুরি হয়ে গিয়েছে তাই ব্লক করতে হবে। এইভাবে তারা আপনার নামে সিম তুলে আপনার নম্বর ব্লক করে দেবে।

সিম কার্ড লক করলে কী কী সুবিধা পাওয়া যায়?

প্রতারকরা OTP পাঠিয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিতে পারে। আবার অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে। যতক্ষণে আপনি প্রতারণার বিষয়টা জানতে পারবেন ততক্ষণে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। এক্ষেত্রে তাই সিম লক করে রাখলে আপনি ছাড়া ওই সিম কার্ড কেউ ব্যবহার করতে পারবে না। সিম কার্ডের পিন যেহেতু আপনি জানবেন তাই অন্য কেউ সেটা হাতিয়ে নিয়ে প্রতারণা করতে পারবে না।

সিম জালিয়াতি থেকে বাঁচবেন কীভাবে?

  • ফিশিং ইমেইল, ইন্টারনেটের যাবতীয় প্রতারণা থেকে সতর্ক থাকুন।
  • আপনার মেইলে ব্যাঙ্কের নাম করে সন্দেহজনক ইমেইল আসতে পারে। সেগুলোতে সাড়া দেবেন না। প্রয়োজনে সরাসরি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন।
  • কোনও অচেনা-অজানা ব্যক্তির কথায় ভুলে কোনও তথ্য দেবেন না। অজানা অ্যাপ্লিকেশন মোবাইলে ডাউনলোড করবেন না।
  • টেলিকম সংস্থার নামেও যদি সিম ব্লক হয়ে যাওয়া সংক্রান্ত কল বা মেসেজ পান তাহলে সতর্ক হোন।
  • সিম কার্ড যেন সবসময় চালু থাকে সেই বিষয়ে সতর্ক থাকুন।
  • সিম কার্ড লক করে রাখুন।

কীভাবে সিম কার্ড লক করবেন?

  • স্মার্টফোনের সেটিংস অপশন খুলুন।
  • সিম কার্ড লক অপশন খুঁজে ক্লিক করুন।
  • পাসওয়ার্ড এবং সিকিউরিটি সেটিংস ট্যাবেও আপনি এই অপশন পেতে পারেন।
  • স্যামসাং ফোন ব্যবহারকারীরা বায়োমেট্রিকস এবং সিকিউরিটি সেকশনে সিম কার্ড লক অপশন পাবেন।
  • সিম কার্ড লক অপশনে ক্লিক করুন।
  • যে সিম আপনি লক করতে চান সেটা সিলেক্ট করুন।
  • সিম কার্ড লক করার জন্য পিন সেট করুন।
  • সিম কার্ড লক হয়ে গেলে ফোন রিস্টার্ট করুন বা যখনই শাটডাউন করে অন করুন এই পিন আপনাকে দিতে হবে।
  • নতুন ফোনে সিম ইন্সটল করলেও আপনাকে পিন দিতে হবে।
  • সিম কার্ড লক সিস্টেম বন্ধ করতে চাইলে সেটিংসে গিয়ে করতে পারবেন।

আরও পড়ুন : সিম-ইন্টারনেট ছাড়া যত খুশি করুন ভিডিও কল! নতুন পদক্ষেপ ভারত সরকারের

আইফোনে কীভাবে সিম কার্ড লক করবেন?

  • আইফোনের সেটিংস অপশন খুলুন।
  • সিম কার্ড লক অপশন সার্চ করুন।
  • সিম পিন অপশন অন করুন।
  • প্রথমবার সিম লক করতে চাইলে টেলিকম সংস্থার তরফ থেকে দেওয়া সিম পিন দিয়ে লক করবেন।
  • তারপর ডান অপশনে ক্লিক করুন।

আরও পড়ুন : Jio, Airtel, VI-র SIM ব্যবহারকারীরা সাবধান! বিপদের মুখে ৭৫ কোটি গ্রাহক, জারি জরুরি এলার্ট

সিম কার্ড লক করার অসুবিধাগুলো কী কী?

  • আপনি যদি পিন ভুলে যান তাহলে সিম কার্ড অন করতে পারবেন না।
  • বারবার ভুল পিন দিলে সিম কার্ড ব্লক হয়ে যাবে।
  • সিমকার্ডের পিন যদি অন্য কেউ জেনে ফেলে তাহলে জালিয়াতির খপ্পরে পড়তে পারেন।