বাড়িতে বসে সংশোধন করুন আধার কার্ডের DOB, জেনে নিন পদ্ধতি

Aadhaar Card Update : কেন্দ্র সরকারের তরফ থেকে বারবার আধার কার্ড সম্পর্কিত তথ্য সংশোধন করার উপর জোর দেওয়া হচ্ছে। কোনও তথ্য ভুল থাকলে আধার কার্ড আপডেট করাতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। ১৪ই জুন পর্যন্ত আপনি বিনামূল্যে আধার কার্ডের তথ্য পরিবর্তন করতে পারবেন। যাদের ডেট অফ বার্থ (Date Of Birth) ভুল রয়েছে তাদের অবিলম্বে আধার কার্ড আপডেট করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

অনলাইনে ঘরে বসেই মাত্র কয়েকটা স্টেপ অতিক্রম করে আধার কার্ডের তথ্য পরিবর্তন করানো যাবে। তবে আপনি যদি আপনার জন্মতারিখ পরিবর্তন করতে চান তাহলে সেক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে। যেমন জন্ম তারিখ কেবল একবার পরিবর্তন করার সুযোগ পাওয়া যায়। জন্ম তারিখ যেদিন আধার কার্ডে আপডেট করানো হয়েছিল তার তিন বছর পর আপনি বৈধ নথি ব্যবহার করে জন্ম তারিখ পরিবর্তন করতে পারেন।

আধার কার্ডে জন্ম তারিখ পরিবর্তন করা যায় কীভাবে?

অনলাইনে এবং অফলাইনে দুইভাবেই আধার কার্ডে জন্ম তারিখ পরিবর্তন করা যায়। অনলাইনে https://uidai.gov.in/ ওয়েবসাইট থেকে আবেদন করা যায় জন্ম তারিখ পরিবর্তনের জন্য। অফলাইনে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রতে গিয়ে জন্ম তারিখ পরিবর্তনের জন্য আবেদন করা যায়।

আধার কার্ডে ডেট অফ বার্থ আপডেট করাতে কী কী নথি প্রয়োজন হয়?

  • বার্থ সার্টিফিকেট,
  • স্কুল পাস সার্টিফিকেট,
  • ব্যাঙ্কের পাস বই,
  • ট্রান্সজেন্ডার সার্টিফিকেট (তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য),
  • বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট,

যদি এই নথিগুলো কারও কাছে না থাকে তাহলে তিনি গেজেটেড অফিসারের সার্টিফিকেট, স্কুল ট্রান্সফার সার্টিফিকেট, মেডিক্লেমের নথি বা পেনশনের নথি দেখিয়েও আধার কার্ডে জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন।

অনলাইনে কীভাবে আধার কার্ডে উল্লেখিত জন্ম তারিখ বদলানো যাবে?

  • সেল্ফ সার্ভিস আপডেট পোর্টাল ক্লিক করুন।
  • আপনার ১২ সংখ্যার আধার নম্বর লিখুন।
  • Update Date Of Birth ক্লিক করুন।
  • Next ক্লিক করুন।
  • মোবাইলের ওটিপি লিখুন।
  • জন্ম তারিখ বদলানোর অপশন দেখানো হবে আপনাকে। সঠিক তারিখ বসিয়ে কনফার্ম করুন।
  • বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, পাসপোর্ট স্ক্যান করে আপলোড করুন।
  • Submit করুন।
  • আপডেট হয়ে গেলে নতুন আধার কার্ড ডাউনলোড করে নিন।