আমাদের একটিই জীবন। আর এই এক জীবনে একটি মানুষের সব ইচ্ছেই কী পূরণ হয়? সাধ্যমত ইচ্ছাপূরনের চেষ্টা করার পরেও সাধ্যের বাইরেই থেকে যায় কিছু ইচ্ছা। আর তাই জীবনের শেষ পর্যায়ে এসে অনেক বিষয় নিয়েই আফসোস করে মানুষ। আজকে সেই রকম ছয়টা বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলোর জন্য বেশিরভাগ মানুষকে শেষ বয়সে আপসোস করতে হয়।
কাজপাগল : পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, যারা কাজ পাগল। শুধু কাজ টাকা ইনকাম, কাজ টাকা ইনকাম এটাই ভাবেন। তবে যে কারণে টাকা উপার্জন করে, সেই জিনিসই যদি জীবনে না করেন তাহলে তো পুরো উপার্জনটাই বরবাদ। জীবনে শুধু কাজ নিয়ে থাকলর শখ পূরণ হয়না। ফলে শেষ জীবনে এটা নিয়ে খুব আপসোস করতে হয়।
ভ্রমণ না করা : অনেকেই ভ্রমণ করতে ভালোবাসেন। নতুন নতুন পরিবেশে নতুন নতুন মানুসেট সঙ্গে মিলে মিশে থাকতে পছন্দ করেন। এগুলি জীবনে দরকারি। তবে জীবনে কখনো ভ্রমণ না করে যদি ঘরকুনো হয়ে থাকেন। তবে তা লসের। বয়স কালে গিয়ে এই জিনিসগুলি করতে না পারায় আপসোস করতে হবে।
সব সময় ঝুঁকিমুক্ত থাকা : কিছু সাহসীপূর্ণ কাজ করতে গেলে বা স্বপ্ন পূরণ করতে গেলে মাঝে মাঝে রিস্ক নেওয়া দরকার। তবে অনেকেই এই রিস্ক নিতে চান না বা পিছিয়ে যান। কিন্তু মাঝে মাঝে জীবনে রিস্ক নেওয়াটা দরকার। এই রিস্ক না নিলে অনেকটা পশ্চাতে হয়। যা বয়সকালে আপসোস ফেলে।
স্বপ্নে বাঁচা : কম বেশি প্রত্যেকেই স্বপ্ন দেখতে ভালোবাসেন। জীবন নিয়ে অনেকেরই নানা স্বপ্ন থাকে। তবে খুব কম মানুষই তা পূরণ করতে পারেন। এই পূরণ না হওয়ার পিছনে থাকে নানা কারণ। এর মধ্যে একটি কারণ চেষ্টা না করা। শুধু স্বপ দেখে গেলে হবে না। তা পূরণ করার যথা চেষ্টা করতে হবে। না হলে একদিন আপসোস করতে হবে।
আরও পড়ুন : বিদেশের মাটিতে গর্বিত ভারত! আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেল শাহরুখ খানের এই সিনেমা
সাহায্য না করা : মানুষকে সাহায্য করা খুবই ভালো একটি কাজ। সমাজের নাগরিক হিসাবে এই দায়িত্ব সকলকে পালন করা উচিত। তবে সাহায্যের মানসিকতা থাকলেও অনেকে তা করেন না। যার অনুশোচনা থেকে যায় সারাজীবন। তাই সুযোগ পেলেই মানুষকে সাহায্য করুন।
আরও পড়ুন : ভুলে যান লন্ডন-প্যারিস, কলকাতায় তৈরি হল টানেল অ্যাকোয়ারিয়াম! সস্তায় দেখুন আন্ডারওয়াটার জু
ভালো সঙ্গী, বাবা-মা, সন্তান না হওয়া : আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকে আমাদের পরিবার। সেখানে বাস করা মা, বাবা, জীবনসঙ্গী খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় এই মানুষ গুলো আমরা তাদের চাহিদা পূরণ করতে ব্যার্থ হয়। আর পরবর্তীতে যখন এর জন্য বাড়ির লোক কষ্ট তখন আমরা আপসোস করি।