ICC T20 World Cup : গত বছরই ৫০ ওভারের ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে। ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে গো হারান হারতে হয়েছিল ভারতকে। এবার লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুক্রবার অর্থাৎ ৬ জানুয়ারি আইসিসির তরফ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করে দেওয়া হয়েছে। কবে কোথায় কার সঙ্গে ভারতের খেলা হবে? কবে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত? কবে হবে ফাইনাল? জানুন পুরোটাই।
কোথায় অনুষ্ঠিত হবে ICC T20 World Cup 2024
চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রতে। ওয়েস্ট ইন্ডিজের পিচ প্রত্যেকটি দেশের খেলোয়াড়দের কাছে ভীষণ পরিচিত হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পিচের সঙ্গে তেমনভাবে পরিচিত নন খেলোয়াড়রা। স্বাভাবিকভাবেই এবারের টুর্নামেন্ট কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে সবার জন্য। গত টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে মোট দলের সংখ্যা ছিল ১৬ কিন্তু এ বছর তা বাড়িয়ে ২০ করে দেওয়া হয়েছে।
২০২২ সালে ICC T20 World Cup জিতেছিল ইংল্যান্ড
২০২২ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল ইংল্যান্ড, স্বাভাবিকভাবে এ বছরও তাদের লক্ষ্য সেই জয় ধরে রাখার দিকেই। ইংল্যান্ড জয়ী হলেও রানার্স আপ হয়েছিল পাকিস্তান। অন্যদিকে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত, তারপর থেকে আর ওয়ার্ল্ড কাপ ঘরে আনতে পারেনি ভারত। স্বাভাবিকভাবেই এবার ওয়ার্ল্ড কাপকে পাখির চোখ করে মাঠে নামতে চলেছে প্রত্যেকটি দল।
ICC T20 World Cup 2024 গ্রুপ A,B,C,D
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের গ্রুপ পর্বে ভারত মোট চারটি ম্যাচ খেলবে। চারটি খেলাই হবে আমেরিকায়। আমেরিকার ফ্লোরিডা, ডালাস এবং নিউইয়র্কে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। মোট চারটি গ্রুপে দলগুলিকে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। গ্রুপ A তে রয়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, আমেরিকা। গ্রুপ B তে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান। গ্রুপ C তে খেলবে নিউ জ়িল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি।
গ্রুপ D তে খেলবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস। যারা গ্রুপ ডি তে রয়েছে, তারাই একমাত্র আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে মিলিয়ে মিশিয়ে খেলবে। ভারত যদি সুপার- ৮ এ ওঠে, তবেই ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাবে তারা। কোয়ালিফাইড হলে ২০ই জুন বার্বাডোজে, ভারতের প্রথম খেলা অনুষ্ঠিত হবে। সেখানেই ২৯শে জুন হবে ফাইনাল।
ICC T20 World Cup 2024 খেলার দিনক্ষণ
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে ১ জুন। প্রথম ম্যাচে ডালাসে আমেরিকা এবং কানাডা খেলবে একে অপরের বিরুদ্ধে। ২ জুন ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামবে নিউগিনির বিরুদ্ধে। গত বছরের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড স্কটল্যান্ড-এর বিরুদ্ধে ৪ জুন মাঠে নামবে। গত বছরের রানার্স আপ পাকিস্তান আমেরিকার বিরুদ্ধে ম্যাচ খেলবে ৬ জুন। এছাড়া প্রথম বিশ্বকাপে অংশগ্রহণকারী উগান্ডা প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ জুন।
আরও পড়ুন : রাহুল-রোহিত বাদ, বিরাটও কি থাকবেন না? চূড়ান্ত হল T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার একাদশ
View this post on Instagram
আরও পড়ুন : দুঃসংবাদ! রিঙ্কু সিংকে নিয়ে এল বিরাট আপডেট, মন খারাপ KKR ভক্তদের
টি-টোয়েন্টিতে কবে কার সঙ্গে খেলবে ভারত?
চলতি বছরের টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রথম খেলা আয়ারল্যান্ডের বিরুদ্ধে। খেলাটি হবে ৫ জুন। ভারতের দ্বিতীয় খেলা পাকিস্তানের বিরুদ্ধে। নিউইয়র্কের মাঠে পাকিস্তান এবং ভারতের এই খেলা অনুষ্ঠিত হবে ৯ জুন। ভারতের তৃতীয় ম্যাচটি হবে ১২ই জুন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ভারতের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ই জুন, খেলা হবে কানাডার বিরুদ্ধে। যে গ্রুপে ভারত রয়েছে গ্রুপ A তে। এই গ্রুপে ভারতের একমাত্র বড় প্রতিপক্ষ পাকিস্তান।