Tax Free Countries : এক টাকাও কর দিতে হয় না! বিশ্বের এই ১০ দেশে ইনকাম ট্যাক্স ফ্রি

সাধারণত একটা গোটা দেশের অর্থনীতি দাঁড়িয়ে থাকে সেই দেশের আয়কর কাঠামোর উপর। ভারতেও তার অন্যথা হয় না। কিন্তু এই পৃথিবীতে এমন দশটি দেশ রয়েছে যেখানে কোন আয়কর ব্যবস্থা নেই। এখানকার মানুষদের কর দিতে হয় না। তাহলে সেই দেশগুলির চলে কীভাবে? জানুন কোন কোন দেশে রয়েছে এই ব্যবস্থা।

সৌদি আরব

সৌদি আরবের নাম এই তালিকায় রয়েছে সবার আগে। এই দেশের মানুষদের উপর কোন কর চাপায়নি সরকার। সৌদি আরবে আসলে ইনডাইরেক্ট ট্যাক্স রয়েছে। যার ফলে দেশের অর্থনীতি মজবুত থাকে।

Qatar

কাতার

কাতার হল বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ। এই তেল বিক্রি করে প্রচুর উপার্জন করে দেশটি। যার ফলে এখানকার মানুষদের কর দিতে হয় না। তেল বিক্রি করে যে পরিমাণ লাভ হয় তাতে কাতারের মতো ছোট্ট দেশে বেশিরভাগ মানুষই ধনী হতে পেরেছেন।

ব্রুনাই

ব্রুনাইতেও তেলের খনি আছে। ওই তেল ভান্ডার থেকে দেশের বেশি উপার্জন হয়। যার ফলে এখানকার মানুষদেরকেও কর দিতে হয় না।

Kuwait

কুয়েত

এখানেও রয়েছে তেলের ভান্ডার। যেখান থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন হয়। এই অর্থ দেশের অর্থনীতিকে শক্তিশালী করে রেখেছে। যার ফলে জনগণকে ট্যাক্স দিতে হয় না।

বাহারাইন

এই দেশে প্রত্যক্ষভাবে কোনো কর ব্যবস্থা নেই। অপ্রত্যক্ষভাবে একটি কর কাঠামো প্রচলন রয়েছে। এখানকার স্টার্টআপ সংস্থাগুলো বেশ ভালো চলে। যে কারণে দেশের প্রচুর ভালো আয় হয়।

Monaco

মোনাকো

ইউরোপের ছোট্ট বেশ মোনাকো ও রয়েছে এই তালিকায়। এখানকার মানুষদের কর দিতে হয় না।।

ওমান

তেল এবং গ্যাস রপ্তানি কারক বেশ হিসেবে ওমানের বেশ নাম রয়েছে। এই দুটো ক্ষেত্র থেকে প্রচুর উপার্জন করে এই দেশ। যে কারণে এখানকার মানুষদের আলাদা করে ট্যাক্স দিতে হয় না।

আরও পড়ুন : প্রকাশ্যে এল বিশ্বের ধনী দেশের তালিকা, তালিকায় ভারতের নম্বর কত?

The Bahamas

বাহামাস

এই দ্বীপপুঞ্জ পৃথিবীর একটি অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র। সারা বছর এখানে পর্যটকরা ভিড় করেন। এই দেশের নাগরিকদের উপরেও কর চাপানো হয়নি।

কেম্যান দ্বীপপুঞ্জ

পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত এই দেশ। এখানে সারা বছরে প্রচুর মানুষ পর্যটনের উদ্দেশ্যে আসেন। পর্যটন এখানকার এক প্রধান ব্যবসা। যার ফলে এখানকার মানুষদের উপর কর চাপানো হয়নি।

আরও পড়ুন : বিশ্বের সবথেকে শান্তিপূর্ণ দেশ কোনটি? তালিকায় কত নম্বরে ভারত?

সংযুক্ত আরব আমিরশাহী

এখানকার জনগণের উপরেও ট্যাক্স বসানো হয়নি। তেলের ভান্ডার এবং পর্যটন ব্যবসা থেকে যে পরিমাণ উপার্জন হয় তাই দিয়েই এখানকার অর্থনীতি চলে।