Jio Airfiber: ১৫ ই আগস্ট উপলক্ষে ধামাকা অফার জিওর! জানুন দাম এবং ডিটেলস

সম্প্রতি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে রিলায়েন্স জিও (Reliance jio)। যে কারণে গ্রাহকেরা কোম্পানির উপর কিছুটা ক্ষুব্ধ। কিন্তু গ্রাহকদের টানতে নতুন নতুন পরিষেবা দিতে কিন্তু কার্পণ্য করছে না মুকেশ আম্বানির সংস্থা। আগামী ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষে জিও এয়ার ফাইবারের (Jio Airfiber) উপর দারুণ ডিসকাউন্ট ‌ ঘোষণা করলো সংস্থা। কত দামে ও কী কী সুবিধা পাবেন এই অফারে? জেনে নিন।

১৫ ই আগস্ট উপলক্ষে জিও ইন্ডিপেন্ডেন্স ডে অফার ২০২৪ চালু হয়েছে। এই অফারের মাধ্যমে ইনস্টলেশন চার্জ ছাড়াই এয়ার ফাইবার কানেকশন পাওয়া যাবে। অর্থাৎ হাজার টাকারও কম খরচে জিও এয়ার ফাইবার পরিষেবা পাবেন আপনি। এর আগে এয়ার ফাইবার ইন্সটল করতে এক হাজার টাকা খরচ হত। সেই জায়গায় দারুণ সাশ্রয় হবে গ্রাহকদের।

 Jio AirFiber

যারা নতুন করে জিও এয়ার ফাইবার নেওয়ার কথা ভাবছিলেন তাদের জন্য এটাই ভালো সুযোগ। ১৫ ই আগস্ট এর মধ্যে কানেকশন নিলে আপনাদের ইনস্টলেশন চার্জ বাবদ ১ হাজার টাকা দিতে হবে না। একেবারে বিনামূল্যে এয়ার ফাইবার নিতে পারবেন। ২৬ শে জুলাই থেকে ১৫ ই আগস্ট পর্যন্ত চলবে এই অফার।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে জিও এয়ার ফাইবার ফাইভ জি এবং জিও এয়ার ফাইবার প্লাস, এই দুই ক্ষেত্রেই অফার থাকবে। ৩ মাস, ৬ মাস, ১২ মাসের ভ্যালিডিটি সহ প্লানে ইনস্টলেশন ফ্রী পাওয়া যাবে। তিন মাসের রিচার্জের জন্য যেখানে আগে ৩১২১ টাকা দিতে হত সেখানে এখন ২১২১ টাকা দিতে হবে।

আরও পড়ুন : মাত্র ৫১ টাকায় Unlimited 5G ডেটা! BSNL-কে টেক্কা দিতে নতুন প্ল্যান আনলো Jio

Jio AirFiber

আরও পড়ুন : Jio গ্রাহকদের জন্য বড় উপহার! ছেলের বিয়ের পরই বড় ঘোষণা মুকেশ আম্বানির

জিও এয়ার ফাইবারে আপনি অনেক সুবিধা পাবেন। এতে আপনি ৫৫০ এর বেশি ডিজিটাল চ্যানেল এবং অনেক ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেস করতে পারবেন। সেই সঙ্গে নতুন ইউজাররা ৬ থেকে ১২ মাসের জন্য প্ল্যান রিচার্জ করতে পারবেন।