নতুন বাজেটে কী কী সস্তা হল বাজারে? দাম বাড়লো কোন কোন জিনিসের?

Budget 2024 : গতকাল রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হয়েছে ২০২৪ সালের অন্তর্বর্তী বাজেট (Interim Budget 2024) অধিবেশন। আজ অর্থাৎ ১ লা ফেব্রুয়ারি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করেছেন। সামনেই লোকসভা নির্বাচন, তাই নির্বাচনকে মাথায় রেখেই বাজেট পেশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই প্রতিবেদনে জানা যাবে অন্তর্বর্তী বাজেটে ঠিক কোন কোন জিনিসের দাম বাড়লো আর কোন কোন জিনিসের কমল দাম? বাজেট পেশ করার পর পকেটে ঠিক কতটা টান পড়তে চলেছে মধ্যবিত্তদের?

অন্তর্বর্তী বাজেট কী?

লোকসভা ভোটের আগে যে বাজেট পেশ করা হয় তাকে বলা হয় অন্তর্বর্তী বাজেট। এই বাজেটকে ভোট অন অ্যাকাউন্টসও বলা হয়। নির্বাচনী বছরে বর্তমান সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারে না, তাই সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটি অন্তর্বর্তী বাজেট পেশ করেন। এই বাজেটে স্বল্প সময়ের জন্য কেন্দ্রের ব্যয় এবং রাজস্ব কভার করা হয়। নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই বাজেট কার্যকর থাকে।

কী কী প্রকল্পের কথা বললেন অর্থমন্ত্রী ?

চলতি বাজেটে মধ্যবিত্তদের ওপর বেশি নজর রাখা হয়েছে। চলতি বছরের বাজেটে মধ্যবিত্তদের জন্য বিশেষ কিছু প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সৌরশক্তি থেকে সার্ভিকাল ক্যান্সারের টীকা সহ আরো বেশ কিছু ক্ষেত্রে বড়সড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

সৌর শক্তির কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আগামী দিনে দেশের প্রায় ১ কোটি মানুষ সৌরশক্তির সুযোগ-সুবিধা পাবেন। আগামী দিনে সোলার এনার্জি স্কিমের আওতায় আনা হবে দেশের প্রায় ১ কোটি পরিবারকে। ছাদে সোলার সিস্টেমের মাধ্যমে এই পরিবারগুলি প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবে। এছাড়া ভাড়া বাড়িতে বা বস্তি এবং অননুমোদিত কলোনিতে বসবাসকারী যোগ্য মধ্যবিত্তদের নিজেদের বাড়ি কিনতে বা তৈরি করতে সহায়তা করার জন্য একটি নতুন প্রকল্প চালু করবে।

সারভাইকাল ক্যান্সার নিয়েও বড় সড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী জানিয়েছেন, জরায়ু মুখের ক্যান্সার বা সারভাইকাল ক্যান্সাররের দাপট কমানোর জন্য ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের টিকাকরণ করানো হবে সরকারের তরফ থেকে। এছাড়া দেশের পড়ুয়াদের ডাক্তার হওয়ার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য দেশে আরো বেশি মেডিকেল কলেজ স্থাপন করবে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন : রেল-কৃষি-আয়কর থেকে সম্পতি-পেনশনে বড় ঘোষণা! নতুন বাজেটে কী কী থাকবে?

সস্তা হল কী কী ?

২০২৪ সালের বাজেটে সস্তা হতে চলেছে টেলিভিশনের যন্ত্রাংশ, মোবাইল ফোন, ক্যামেরার লেন্স, ইথাইল অ্যালকোহল, স্মার্টফোন, ল্যাবে তৈরি হীরে, কমপ্রেসড গ্যাস, ইভির জন্য লিথিয়াম- আয়ন সেল তৈরির যন্ত্রপাতি।

আরও পড়ুন : নতুন বাজেটে কী কী বড় ঘোষণা হল? এতে কোন কোন সুবিধা পাবেন আপনি?

দামী হল কী কী ?

২০২৪ সালে দামী হতে চলেছে জামাকাপড়,সিগারেট, সাইকেল, ইমিটেশন জুয়েলারি, বিমান ভ্রমণ, বৈদ্যুতিক চিমনি, টেক্সটাইল, তামার স্ক্র্যাপ, সোনা এবং প্লাটিনামের গয়না, রুপোর সামগ্রী, কম্পাউন্ডেড রাবার।