১ টাকার কয়েন কি বাজারে অচল? কি বলছে RBI

One Rupee Coin : বিগত কয়েক বছরে ভারতে একাধিকবার নোট বাতিল হয়েছে। ৫০০, ১০০০, ২০০০ এর মত শুধু বড় বড় নোটগুলোই নয়, ছোট ছোট কয়েনও বেশ কিছু বাতিল হয়েছে। মাঝেমধ্যেই বাজারে কয়েন দিয়ে লেনদেন করা মুশকিল হয়ে দাঁড়ায়। এখন যেমন ১ টাকার কয়েন নিয়েও জল্পনা শোনা যাচ্ছে। সত্যিই কি ভারতের বাজারে অচল হয়ে গিয়েছে ১ টাকার কয়েন? জানুন RBI কী বলছে।

ভারতের বাজারে কোন কোন কয়েন চলে না?

বর্তমানে বেশ কিছু কয়েন ভারতের বাজারে অচল হয়ে রয়েছে। যেমন ২৫ পয়সা বা তার কম মূল্যের কয়েনগুলো এখন আর লেনদেনের কাজে লাগে না। ১ পয়সা, ২ পয়সা, ১০ পয়সা, ২০ পয়সার ব্যবহার এখন নিষিদ্ধ। নিষিদ্ধ হয়েছে ২৫ পয়সাও। ২০১১ সালের ৩০ শে জুন থেকে এই সমস্ত কয়েন বাতিল হয়েছে।

ভারতে কি ৫০ পয়সা অচল?

অনেকের মনে ধারণা রয়েছে ৫০ পয়সাও এখন বাজারে অচল। তবে এমন ধারণা সঠিক নয়। এটা ঠিক যে RBI ৫০ পয়সার উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তবে ৫০ পয়সা এখনও বাজারে লেনদেন করার কাজে ব্যবহার করা যেতে পারে।

ভারতে কি ১ টাকার কয়েন অচল?

সম্প্রতি RBI এর নাম করে রটে গিয়েছিল যে ১ টাকার কয়েন ভারতের বাজারে আর চলবে না। দোকানে বাজারে অনেকেই ১ টাকার কয়েন নিতে অস্বীকার করছিলেন। তবে RBI এক টাকা বা তার ঊর্ধ্বে কয়েনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেনি। ১ টাকার কয়েন নিয়ে এখনও অনায়েসে লেনদেন করা যাবে।

আরও পড়ুন : ১লা এপ্রিল থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন নতুন নিয়ম

RBI কী বলছে?

কয়েন বাতিল হওয়ার গুজব সম্পর্কে ২০১৯ সালের ২৬ শে জানুয়ারি RBI একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল তাদের জারি করা সব কয়েন দেশে বৈধ রয়েছে। গুজবে যেন কেউ কান না দেন। বৈধ কয়েন নিতে যেন কেউ অস্বীকার না করেন।

আরও পড়ুন : ভোটের সময় কত টাকা সঙ্গে নিয়ে বেরনো যায়? না জানলে চরম বিপদে পড়বেন

১ টাকার কয়েন কেউ নিতে না চাইলে কী করবেন?

RBI এর নির্দেশ অনুসারে কোনও বৈধ নোট নিতে অস্বীকার করতে পারবেন না বাজার বা দোকানের ব্যবসায়ীরা। যদি কেউ তা করেন তাহলে ভারতীয় দণ্ডবিধি এবং ভারতীয় মুদ্রা আইনের ৪৭৯ এ ধারায় সেই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা যেতে পারে।