ভারতের প্রত্যেকটি বেসরকারি টেলিকম অপারেটিং সংস্থাই বর্তমানে তাদের রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাম বাড়িয়েছে। জুলাই মাসের ৩ তারিখ থেকে দাম বাড়িয়েছে জিও (Jio)। দেখা যাচ্ছে প্রত্যেকটা রিচার্জ প্ল্যানের দাম ১২.৫ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। কিন্তু গ্রাহকের অসন্তোষের কারণে নতুন নতুন রিচার্জ প্ল্যান কম দামেও আনতে বাধ্য হচ্ছে সংস্থাটি। তেমনি একটি হল ১২৩ টাকার রিচার্জ প্ল্যান।
১২৩ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটিসহ ফোরজি ডেটা দিতে চলেছে রিলায়েন্স জিও। এই মুহূর্তে এমন সুবিধা আর কোনও প্ল্যান দিচ্ছে না। ১২৩ টাকার এই রিচার্জ প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটিসহ আনলিমিটেড কলিং অফার পাবেন গ্রাহকেরা। সঙ্গে ১৪ জিবি ফোর জি ডেটা পাওয়া যাবে।
এই মুহূর্তে বাজারে আনলিমিটেড ভয়েস কলিং, ২৮ দিনের ভ্যালিডিটি পেতে হলে অন্যান্য সংস্থাতে ১৭৯ টাকার রিচার্জ করতে হবে। তাতেও ১৪ জিবি ডেটা পাওয়া যায় না। অন্যান্য সংস্থার তরফ থেকে মাত্র ২ জিবি ডেটা দেওয়া হয়। সেই জায়গায় জিও গ্রাহকরা সাত গুণ বেশি ডেটা পাবেন ৩০ শতাংশ কম খরচে।
আরও পড়ুন : Jio-র দিন শেষ! BSNL -এর সিম বিক্রি দেখে মাথায় হাত মুকেশ আম্বানির
আরও পড়ুন : Jio-Airtel Recharge : দাম বাড়লেও Jio, Airtel এর মধ্যে সবথেকে সস্তা রিচার্জ প্লান কোনটি?
তবে সব গ্রাহকেরা কিন্তু এই সুবিধা পাবেন না বলেই জানা যাচ্ছে। একমাত্র যাদের কাছে জিও ভারত সিরিজের কি প্যাড ফোন রয়েছে তারাই কেবল এই রিচার্জের সুবিধা পাবেন। এই ফোনে আপনি ইন্টারনেট চালানোর পাশাপাশি বিভিন্ন বিনোদনের অ্যাপ চালাতে পারবেন। ২৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এর মধ্যে। ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এর।