কিছুদিন আগেই রিচার্জ প্ল্যানগুলোর দাম বাড়িয়েছে জিও। রিলায়েন্স জিওর এই পদক্ষেপ ভালোভাবে নিচ্ছেন না দেশের সাধারণ মানুষ। চলছে বিস্তর সমালোচনা। তবে এবার একটি প্ল্যানে পুরনো টারিফ আবার ফিরিয়ে আনলো রিলায়েন্স জিও। সেইসঙ্গে বেড়েছে প্ল্যানের ভ্যালিডিটি। জেনে নিন বিস্তারিত।
রিলায়েন্স জিওর বাৎসরিক ৩৩৬ দিনের প্ল্যানের দাম ৩০০ টাকা বাড়িয়ে ১৮৯৯ টাকা করা হয়েছে। এতে ২৪ জিবি ডেটা পাওয়া যাবে। সেই সঙ্গে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। আর জিওর ৩৬৫ দিনের বার্ষিক প্ল্যানের দাম ৬০০ টাকা বেড়ে ৩৫৯৯ টাকা করা হয়েছে। এতে দৈনিক আড়াই জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং পাওয়া যাবে।
২৮ দিনের বৈধতা যুক্ত জিওর সব থেকে সস্তা প্ল্যানের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা করা হয়েছে। এতে দুই জিবি ডেটা এবং ৩০০ টি এসএমএস করার সুবিধা পাওয়া যাবে। ৫৬ দিনের ভ্যালিডিটি যুক্ত দৈনিক ২ জিবি ডেটার দাম ৯৬ টাকা বাড়িয়ে ৬২৯ টাকা হয়েছে। জিওর ৮৪ দিনের বৈধতা যুক্ত দৈনিক ২ জিবি ডেটা যুক্ত প্ল্যানের দাম এখন বাড়তে বাড়তে ৮৫৯ টাকা হয়েছে। কিন্তু এর মধ্যে একটি প্ল্যানের দাম এবার কমানো হলো।
৮৪ দিনের বৈধতা যুক্ত ৯৯৯ টাকার প্ল্যানের দাম ২০০ টাকা বাড়িয়ে ১১৯৯ টাকা করা হয়েছিল। কিন্তু এই প্ল্যানের দাম কমানো হয়েছে সম্প্রতি। আবার আগের মূল্যেই প্ল্যানটিতে রিচার্জ করতে পারবেন গ্রাহকেরা। বরং আগে যেখানে ৮৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত এখন সেই জায়গায় ৯৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে ডেটা ৩ জিবি থেকে কমিয়ে দৈনিক ২ জিবি করা হয়েছে। আগে যেখানে ২৫২ জিবি ডেটা দেওয়া হত এখন সেখানে ১৯২ জিবিই পাবেন গ্রাহকেরা।
আরও পড়ুন : ৫০ দিনের সাবস্ক্রিপশন ফ্রি! দুর্দান্ত সুবিধা দিচ্ছে Jio AirFiber
আরও পড়ুন : বাড়ি বাড়ি ফ্রীতে Wi-Fi দিচ্ছে BSNL! Jio, Airtel-এর মাথায় হাত
তবে ৯৯৯ টাকার এই প্ল্যানে গ্রাহকেরা এবার থেকে ৫জি স্পিডে ডেটা পাবেন। সঙ্গে আনলিমিটেড ফোন কলের সুবিধা পাবেন। ৯৮ দিনের জন্য আনলিমিটেড কলিং এর পাশাপাশি প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা পাবেন। অন্যদিকে এয়ারটেল ৮৪ দিনের জন্য দৈনিক ২ জিবি ডেটার প্ল্যান এখন দিচ্ছে ৯৭৯ টাকায়।