১৫ OTT, ১০০০ GB ডেটা সঙ্গে টিভি চ্যানেল ফ্রি! Jio Fiber দিচ্ছে দুর্দান্ত অফার

Jio AirFiber : টেলিকম দুনিয়ায় রীতিমতো বিপ্লব এনেছিল Jio। তবে শুধু টেলিকম জগতে নয়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (Internet Service Provider) হিসেবেও এই সংস্থা বেশ জনপ্রিয়। মোবাইল ইন্টারনেটের পাশাপাশি জিও প্রদান করে ওয়ারলেস ইন্টারনেট (Wireless Internet)। আপনিও যদি Jio Air Fiber ইন্সটল করতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত সুযোগ। Jio ফ্রিতে Air Fiber কানেকশন ইনস্টল করছে।

Jio Fiber Plans with Free OTT 

Jio Air Fiber মূলত মধ্যবিত্তদের বাজেটের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে। এর সব থেকে বড় সুবিধা হল, এখানে আপনি পেয়ে যাবেন দ্রুত ইন্টারনেট পরিষেবার পাশাপাশি বেশ কয়েকটি জনপ্রিয় OTT চ্যানেলের সাবস্ক্রিপশন। এবার আমরা আপনাদের জানাবো Jio Air Fiber কত টাকার প্ল্যানে কী কী সুযোগ-সুবিধা দিচ্ছে গ্রাহকদের।

Jio AirFiber ৫৯৯ প্ল্যান

এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ৩০ mbps স্পিড সহ ১০০০ জিবি ডাটা। সম্পূর্ণ ডাটা খরচ হয়ে যাবার পর ৬৪ kbps গতি সম্পন্ন আনলিমিটেড ইন্টারনেট পাবেন আপনি। ইন্টারনেট পাশাপাশি ৫৫০ টির বেশি টিভি চ্যানেল এবং ১৩ টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা। এই প্ল্যানের বৈধতা ৩০ দিন।

Jio AirFiber ৮৯৯ প্ল্যান

এই প্ল্যানে দেওয়া হয় ১০০ mbps গতি সম্পন্ন সর্বাধিক ১০০০ gb ডেটা। এই প্ল্যানে ইন্টারনেট পরিষেবার পাশাপাশি ৫৫০ এর বেশি টিভি চ্যানেল এবং ১৩ টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রাইবশন পেয়ে যাবেন গ্রাহকরা। এই প্ল্যানের বৈধতা ৩০ দিন।

আরও পড়ুন : গোটা বছর আনলিমিটেড ডেটা-কল ফ্রি! ধামাকা অফার নিয়ে হাজির Jio

Jio AirFiber ১১৯৯ প্ল্যান

এই প্ল্যানে আপনি পাবেন ১০০ mbps গতি সম্পন্ন সর্বাধিক ১০০০ gb ডেটা। এখানেও আপনি ইন্টারনেট পরিষেবার পাশাপাশি ৫৫০টির বেশি টিভি চ্যানেল এবং ১৫ টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রাইবশন পেয়ে যাবেন গ্রাহকরা। এর বৈধতাও ৩০ দিন। তবে এই প্ল্যানে রিচার্জ করলে এক বছরের জন্য অ্যামাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আপনি।

আরও পড়ুন : প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড 5G! Jio-র এই সস্তার প্ল্যান সম্পর্কে অনেকেই জানেন না

কোন ১৫টি OTT সাবস্ক্রিপশন ফ্রি দেবে Jio AirFiber?

Jio AirFiber গ্রাহকদের ১৫টি ওটিটি সাবস্ক্রিপশন। Jio AirFiber রিচার্জ করলে আপনি পাবেন সোনি লিভ, নেটফ্লিক্স বেসিক, ডিজনি+হটস্টার, অ্যামাজন প্রাইম, লায়ন্সগেট প্লে, ডিসকভারি+, Zee5, হইচই, ডকুবে, সান এনক্সটি, ShemarooMe, ALTBalaji, ইরোস নাও, জিও সিনেমা, EPIC অন ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন।