সম্প্রতি রিচার্জ প্ল্যানগুলোর দাম বাড়িয়েছে জিও এবং এয়ারটেল। যে কারণে সাধারণ মানুষের পকেটের উপর বেশ অনেকটাই চাপ পড়বে। যারা জিও এবং এয়ারটেল এর সিম রাখেন তাদেরকে নতুন ট্যারিফ সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে আগেই। আজকের এই প্রতিবেদনে রইল জিও এবং এয়ারটেলের সব থেকে সস্তা কিছু রিচার্জ প্ল্যানের সন্ধান। দেখুন কোন কোন রিচার্জ প্ল্যান আপনার পক্ষে লাভজনক হবে।
জিওর সব থেকে সস্তা ফাইভ-জি প্ল্যান
এই মুহূর্তে বাজারে সবথেকে এগিয়ে আছে রিলায়েন্স জিও। রিলায়েন্স জিও অনেক আগেই ফাইভ-জি প্ল্যান এনেছে। বর্তমানে জিওর সব থেকে সস্তার ফাইভ-জি প্ল্যানটি হল ৩৪৯ টাকার প্ল্যান। যার বৈধতা থাকবে ২৮ দিনের জন্য। এতে প্রত্যেক দিন দুই জিবি করে ডেটা পাওয়া যাবে। অর্থাৎ মোট ৫৬ জিবি ডেটা পাবেন ২৮ দিনের জন্য। সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস করার সুবিধা পাবেন। সেই সঙ্গে বিনামূল্যে জিও ক্লাউড, জিও সিনেমা ও জিও টিভি দেখার সুযোগ থাকছে।
এয়ারটেলে সব থেকে সস্তার ফাইভ-জি প্ল্যান
এই মুহূর্তে এয়ারটেলে সব থেকে সস্তার ফাইভ-জি প্ল্যান শুরু হচ্ছে ৩৭৯ টাকা থেকে। যেখানে জিও-র তুলনায় এয়ারটেল গ্রাহকদের ৩০ টাকাও অতিরিক্ত খরচ করতে হবে একই সুবিধার জন্য। এই প্ল্যানে অবশ্য গ্রাহকেরা পুরো এক মাসের জন্য বৈধতা পাবেন। সঙ্গে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং ১০০ টি এসএমএস করার সুবিধা পাবেন।
আরও পড়ুন : দাম শুরু মাত্র 51 টাকা, নতুন 3টি 5G প্ল্যান লঞ্চ করল Airtel
আরও পড়ুন : BSNL-এর সব থেকে সস্তার রিচার্জ প্ল্যান কোনটি? দেখুন সেরা ১০ তালিকা
এবার যদি তুলনামূলক বিচার করতে হয় তাহলে বোঝাই যাচ্ছে জিও এবং এয়ারটেল দুটি কোম্পানিই গ্রাহকদের সমান সমান অফার দিচ্ছে। তবে দামের কিছু তারতম্য আছে। জিও রিচার্জ প্ল্যান এয়ারটেলের তুলনায় সস্তা। জিও রিচার্জ করলে ফ্রি উইঙ্ক মিউজিক, হেলো টিউন, জিও ক্লাউড, জিও টিভি, জিও সিনেমার সাবস্ক্রিপশন পাবেন। এছাড়া এয়ারটেলের ৩৪৯ টাকা একটি রিচার্জ প্ল্যান আছে। তাতে দৈনিক ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে।