বাজারে চলে এল Jio Book Laptop, ফিচার্স শুনলে ঘুরে যাবে মাথা

Jio Book Laptop : শুধু সস্তায় ইন্টারনেট নয়, কম খরচে মানুষের হাতে ইলেকট্রনিক্স গ্যাজেট পৌঁছে দেওয়া ব্যবস্থাও শুরু করেছেন মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স জিও (Reliance Jio)। গত বছর রিলায়েন্স জিও বাজারে এনেছিল ফোর জি ল্যাপটপ (4G Laptop)। যার নাম দেওয়া হয় জিও বুক (Jio Book)। বর্তমানে ভারতের বহু মানুষ ব্যবহার করছেন এই জিও বুক ল্যাপটপ

রিলায়েন্স জিওর লঞ্চ করা এই ল্যাপটপে ডকুমেন্ট তৈরি করা, ইমেইল পাঠানো যায়। সেই সঙ্গে এর মাধ্যমে কোডিং শেখা যায়। এই ল্যাপটপের সঙ্গে ফোরজি জিও কানেকশন থাকে। কাজেই আলাদা করে ওয়াইফাই কানেক্ট করতে হয় না। এর ফিচার্স দেখলে অবাক হতে হয়। কারণ এত কম দামে এত ভালো ফিচার্সের ল্যাপটপ বাজারে অমিল।

Jio Book Laptop

JioBook Laptop Technical Specifications and Features

জিও বুকে ১১ ইঞ্চি অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে রয়েছে। MediaTek Octa Core প্রসেসর রয়েছে এতে। অত্যাধুনিক অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয় এই ল্যাপটপ। একবার চার্জ দিলে ৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। লার্নিং ল্যাপটপ হিসেবে এর ব্যবহার হলেও এতে আরও নানান কাজ করা যায়।

জিও বুক ল্যাপটপে জিও টিভি, জিও গেমসের মত একাধিক সুবিধা রয়েছে। এখন জিও বুক কেনার দুটি অফার রয়েছে। প্রথমটিতে এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কুইক হিল অ্যান্টিভাইরাস সাবসক্রিপশন পাওয়া যায়। আর দ্বিতীয়টিতে ডিজি বক্সের তরফ থেকে ১০০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ পাওয়া যায়।

আরও পড়ুন : Airtel-এর ৫টি দুর্দান্ত প্ল্যান, যেখানে বিনামূল্যে মিলবে OTT সাবস্ক্রিপশন

Jio Book Laptop Price

জিও বুকে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ পাবেন। এর দাম কিন্তু সাধারণের একেবারে নাগালের মধ্যে। নিতান্তই একটা স্মার্টফোনের দামে কিনতে পারবেন জিও বুক ল্যাপটপ। বর্তমানে এর দাম ১৪ হাজার ৭০১ টাকা। অ্যামাজন সহ বিভিন্ন অনলাইন সাইট থেকে কেনা যাবে এই ল্যাপটপ।