নতুন বাজেটে কী কী বড় ঘোষণা হল? এতে কোন কোন সুবিধা পাবেন আপনি?

Budget 2024 : পূর্ণাঙ্গ নয়, অন্তবর্তী বাজেট (Interim Budget 2024) পেশ হল ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে। যদিও অর্থমন্ত্রী আগেই বলে দিয়েছিলেন অন্তর্বর্তী এই বাজেটে কোনও বড় ঘোষণা হবে না। তবুও আজকের এই বাজেট ঘোষণা নিয়ে অনেক প্রত্যাশা ছিল সাধারণ মধ্যবিত্ত মানুষের। সে সব পূরণ হল কি? কী কী গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামান (Nirmala Sitharaman)? কাদের কী কী নতুন সুবিধা দেবে এই বাজেট? দেখে নিন এক নজরে।

নতুন বাজেটে কী কী বড় ঘোষণা হল?

৫ বছরে বদলে যাবে দেশের পরিকাঠামো

অর্থমন্ত্রী ঘোষণা করেছেন আগামী ৫ বছরে দেশের অভূতপূর্ব উন্নয়ন হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা রেখেছে মোদি সরকার। ২০৪৭ সালের মধ্যে উন্নয়নের বিরাট লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে ভারতবর্ষ।

মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা

দেশের মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে যারা ভাড়াবাড়িতে থাকছেন তাদের জন্য বড় পরিকল্পনা নিয়েছে মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের সাহায্যে কোটি কোটি মানুষ বাড়ি গড়তে পেরেছেন। আবাস যোজনার আওতায় তিন কোটি বাড়ি তৈরি হয়েছে। আগামী পাঁচ বছরে আরো দুই কোটি বাড়ি তৈরি হবে।

পর্যটন ব্যবস্থায় উন্নয়ন

আগামী পাঁচ বছরে পর্যটন ব্যবস্থাকে আরও ঢেলে সাজাতে চাইছে মোদি সরকার। দেশের মানুষ ভ্রমণ প্রিয়। তাই দেশের পর্যটনস্থল গুলিকে আরও ঢেলে সাজাতে সাহায্য করবে সরকার। লাক্ষাদ্বীপসহ নানা পর্যটন স্থল এবং ধর্মীয় জায়গাগুলোকে আনা হবে এই পরিকল্পনার আওতায়।

স্বাস্থ্য বীমার সুবিধা

কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারতকে নিয়ে বিশেষ ঘোষণা করলেন নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন এবার থেকে সমস্ত আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা এই স্কিমের আওতায় পরিষেবা পাবেন।

রেলের খাতে উন্নয়ন

আগামী দিনে ভারতীয় রেল ব্যবস্থাকে উন্নততর পর্যায়ে নিয়ে যাবে সরকার। রেলের ৪০ হাজার সাধারণ ট্রেনের কোচ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোচের মত করা হবে। অর্থাৎ অত্যাধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, বসার সিট সংক্রান্ত নানা বিষয়ে পরিবর্তন হবে।

আরও পড়ুন : রেল-কৃষি-আয়কর থেকে সম্পতি-পেনশনে বড় ঘোষণা! নতুন বাজেটে কী কী থাকবে?

ইকোনমিক করিডোর

আগামী দিনে তিনটি নতুন রেলের ইকোনমিক করিডর তৈরি করবে মোদি সরকার। এতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসার সুবিধা হবে। বিশেষ করে শক্তি, খনিজ এবং সিমেন্ট করিডোর তৈরি করা হবে। এছাড়া বন্দরের সঙ্গে যোগাযোগের জন্য করিডর এবং ট্রাফিক ডেনসিটি করিডর তৈরি হবে।

আরও পড়ুন : এক লাফে বাড়লো গ্যাস সিলিন্ডারের দাম! বাজেটের দিনই ঝটকা LPG -এর দামে

বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা

আগামী দিনে এক কোটি বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেবে ভারত সরকার। এর জন্য এই বাড়িগুলোর ছাদে ছাদে বসানো হবে সোলার প্ল্যান্ট। প্ল্যান্ট বসাতে ভর্তুকি দেবে সরকার। প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ পাবে এই পরিবারগুলো। সেই সঙ্গে বড় বড় সংস্থায় বিদ্যুৎ বিক্রি করে উপার্জনও করতে পারবে।