এক টাকাও লাগবে না, বিনামূল্যে পাবেন LPG সিলিন্ডার! আবেদন করুন ঝটপট

Free LPG Gas Cylinder : গত বছরের শেষ থেকে এলপিজি (LPG) সিলিন্ডারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো শুরু হয়েছে যা এখনো বর্তমান। প্রথম দিকে গ্যাস ডিলারদের অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে এই কাজ করা হলেও এখন এটি করা যাচ্ছে অনলাইনে। অনলাইনে এই লিঙ্ক করার ফলে ডিলারদের অফিসের সামনে ভিড় এখন অনেকটাই কম। তবে শুধু আধার লিঙ্ক নয়, এবার বিনামূল্যে একটি করে গ্যাস (Free LPG Gas) পাওয়ার জন্যও আপনি আবেদন করতে পারবেন অনলাইনে। জানুন কারা কারা আবেদন করতে পারবেন?

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কী?

প্রত্যেকটি ভারতীয় পরিবারে রান্নার ক্ষেত্রে একটি অনিবার্য অংশ হলো গ্যাস সিলিন্ডার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (Pradhan Mantri Ujjwala Yojana) প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের দরিদ্র মহিলাদের বিনামূল্যে এলপিজি গ্যাসের কানেকশন করে দেওয়া হয় সরকার থেকে। এই যোজনার অধীনে একটি ওভেন এবং বিনামূল্যে একটি করে গ্যাস সিলিন্ডার প্রদান করা হয় মহিলাদের। আরো মহিলা যাতে এই বিনামূল্যে গ্যাসের সুযোগ-সুবিধা পান তার জন্যই এবার অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে।

ফ্রি গ্যাস কানেকশন পেতে অনলাইনে কীভাবে আবেদন করবেন?

প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://www.pmuy.gov.in/- এ যেতে হবে। এরপর Apply For New Ujjwala 2.0 Connection লেখায় ক্লিক করতে হবে। এবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর দিতে হবে যথাস্থানে। মোবাইলে একটি OTP এলে সেটি প্রদান করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করে দিতে হবে।

কারা  ফ্রি-তে গ্যাস পাবেন?

আবেদনকারীকে অবশ্যই হতে হবে মহিলা। ১৮ বছরের বেশি হতে হবে আবেদনকারীর বয়স। গ্রামাঞ্চলের মহিলাদের ক্ষেত্রে বার্ষিক আয় হতে হবে ১ লাখ টাকা, শহরাঞ্চলের ক্ষেত্রে হতে হবে বার্ষিক ২ লাখ টাকা। পরিবারের যদি কেউ এলপিজি কালেকশন নিয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করা যাবে না।

আরও পড়ুন : বাড়বে LPG সিলিন্ডারের ভর্তুকি? রান্নার গ্যাস নিয়ে মধ্যবিত্তের জন্য বড় পরিকল্পনা কেন্দ্র সরকারের

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করার জন্য আবেদনকারীদের কিছু প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। আবেদনকারীকে জমা দিতে হবে আধার কার্ড, বাকি সদস্যদের আধার কার্ড, মোবাইল নম্বর লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বুক, ঠিকানার শংসাপত্র, সেটা হতে পারে আধার কার্ড বা রেশন কার্ড বা ভোটার কার্ড।

আরও পড়ুন : আর চলবে না লোহার গ্যাস সিলিন্ডার, কত টাকায় কীভাবে নেবেন কম্পোজিট সিলিন্ডার জানুন

প্রসঙ্গত, উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা এমনিতেই কম টাকায় গ্যাস কিনতে পারছেন। বর্তমানে যেখানে একজন সাধারণ এলপিজি কানেকশনের গ্রাহকদের ৯০০ টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হয় সেখানে উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা পান ৬০০ টাকায় গ্যাস। এবার বিনামূল্যে গ্যাস দেওয়ার সুযোগ সুবিধা প্রদান করে দরিদ্র পরিবারের মহিলাদের আরো কিছুটা সাহায্য করলেন কেন্দ্রীয় সরকার।