বাংলায় ফের নতুন রুটে চালু হচ্ছে মেট্রো! নতুন চমক দিল কলকাতা মেট্রো

Riya Chatterjee

Published on:

Kolkata Metro New Construction Has Been Started In Khidirpur Majherhat Route

গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচল শুরু হওয়ার পর থেকেই কার্যত তোলপাড় পড়ে গিয়েছে গোটা কলকাতা শহর জুড়ে। তবে মেট্রো কর্তৃপক্ষ এখানেই থেমে থাকবে না। আগামী দিনের জন্য আরও অনেক নতুন পরিকল্পনা রয়েছে কলকাতা মেট্রোর। তার মধ্যে অন্যতম হল মাঝেরহাট থেকে সোজা ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা। যার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

জোকা-এসপ্ল্যানেড মেট্রোর মোমিনপুর থেকে এসপ্লানেড পর্যন্ত অংশের কাজ শুরু হয়েছে। খিদিরপুরের সেন্ট থমাস স্কুল চত্বরে কাজ চলছে এখন। টানেল বোরিং মেশিনের মাধ্যমে খনন প্রক্রিয়া চলবে। তার জন্য সেন্ট থমাস স্কুল চত্বরেও খনন কাজ চলবে। খিদিরপুর থেকে খনন কাজ শুরু করে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত পৌঁছাবে এই মেশিন।

কলকাতা মেট্রোরেল তরফ থেকে জানানো হয়েছে পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশন তৈরি করার জন্য সাময়িকভাবে রাজস্থান ক্লাব, কলকাতা মাউন্টেড পুলিশ প্যাডককে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এই কাজ সম্পূর্ণ হলে মেট্রো মাটির নিচ দিয়ে খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট হয়ে এসপ্ল্যানেডে পৌঁছে যাবে।

আরও পড়ুন : ভারতীয় রেলে কত ধরনের ওয়েটিং লিস্ট হয়? কোনটায় কী কী সুবিধা

যতদিন পার্ক স্ট্রিট স্টেশনের নির্মাণ কাজ চলবে ততদিন পর্যন্ত যাতে ক্লাবগুলো কাজ করতে পারে তার জন্য ফাঁকা জমিতে পোর্টা টাইপ কন্টেনার দেবে মেট্রো কর্তৃপক্ষ। এরই মধ্যে ৫ টি এরকম কন্টেনার বসানো হয়েছে। আরও বেশ কয়েকটি কন্টেনার বসানো হবে খুব শীঘ্রই। নিউ মার্কেটের কাছে থাকা মনোহর দাস তড়াগের জল ছেঁচে বের করা হবে। এর নিচে টানেল তৈরি হবে। টানেলের নির্মাণ শেষ হলে মনোহর দাস তড়াগে আবার জল সরবরাহ হবে।

আরও পড়ুন : কোন রুটে চলবে সামার স্পেশাল Vande Bharat Express, দেখুন রুট ও টাইম টেবিল

এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কলকাতা মাউন্টেড পুলিশ প্যাডককে সরিয়ে শহীদ মিনারে নিয়ে যাওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট মিলেছে। বর্তমানে কলকাতা মেট্রোর পার্পেল লাইনের জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু রয়েছে।