কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো যাত্রীদের জন্য এল একটা বড় সুখবর। যারা নিয়মিত মেট্রো যাত্রা করেন এবার থেকে তাদের যাত্রাপথ আরো সহজ হলো। আগামী ৫ ই আগস্ট থেকে মেট্রোর বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসছে। তার মধ্যে অন্যতম হলো মেট্রো পরিষেবার সময় সীমা বৃদ্ধি। চলবে বাড়তি মেট্রো রেক। আপ এবং ডাউন মিলিয়ে অনেকগুলো মেট্রো রেক বানানো হয়েছে। কী কী নতুন সুবিধা এলো যাত্রীদের জন্য জেনে নিন।
আগামী ৫ ই আগস্ট থেকে সকাল আটটা থেকে কলকাতা মেট্রো পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে। এতদিন সকাল ন’টা থেকে পরিষেবা চালু হত। মেট্রোর দুই দিকের স্টেশন থেকেই সকাল আটটার সময় মেট্রো চলাচল করতে শুরু করবে। বিকেল চারটে চল্লিশ মিনিটে শেষ মেট্রো পাওয়া যেত। এখন সেই সময় বের হয়েছে রাত আটটা। অর্থাৎ সম্পূর্ণ ১২ ঘণ্টার জন্য পরিষেবা পাবেন যাত্রীরা।
মেট্রো লাইনে নতুন রুট চালু হয়েছে। যে কারণে রুবিসহ আশেপাশের মেট্রো স্টেশনগুলোতে অনেক যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকালে এবং বিকেলে অফিসযাত্রা ও অফিস থেকে ফেরার সময় তাদের ভিড় সব থেকে বেশি থাকে। তাই মেট্রোর সময় বাড়ানো হলো। এর ফলে যাত্রীরা রুবি মোড় থেকে গড়িয়া স্টেশনে গিয়ে ট্রেন ধরতে পারবেন।
আরও পড়ুন : আরও কম সময়ে যাওয়া যাবে দার্জিলিং-দীঘা! ৯ জোড়া স্পেশাল ট্রেন দিল রেল
আরও পড়ুন : উঠে গেল বুকিং কাউন্টার! এবার মেট্রোতে কীভাবে টিকিট কাটবেন? জেনে নিন নতুন নিয়ম
অন্যদিকে মেট্রোরেকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে অনেক। আগে যেখানে এই পথে ৪৮ টা মেট্রোরেক ছিল, এখন তা বেড়ে হয়েছে ৭৮ টি। অন্যদিকে ১লা আগস্ট থেকে মেট্রোর পারপেল লাইনের তারাতলা, শখের বাজার এবং অরেঞ্জ লাইনের কবি সুকান্ত স্টেশন থেকে টিকিট কাউন্টার উঠে যাচ্ছে। তার বদলে স্বয়ংক্রিয় ASCRM মেশিন বসানো হচ্ছে। এই লাইনে যাত্রীদের ভিড় কমে যাওয়ার কারণে টিকিট কাউন্টার তুলে দেওয়া হয়েছে। তার বদলে ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটতে পারবেন যাত্রীরা।