Kolkata : একুশে জুলাই বন্ধ কলকাতার একাধিক রাস্তায় যাতায়াত! কোন কোন পথ খোলা থাকবে?

২১শে জুলাই, রবিবার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবস পালন উপলক্ষে প্রচুর মানুষ ভিড় জমাবেন কলকাতার রাস্তায়। বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা কলকাতায় আসবেন এ দিন। স্বাভাবিকভাবেই তাই কলকাতার রাস্তায় অন্যান্য দিনের তুলনায় যানজট থাকবে অনেক বেশি। বন্ধ থাকবে একাধিক রাস্তা। অন্যান্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি। কোন কোন রাস্তা বন্ধ থাকবে? কোন কোন পথে যাতায়াত হবে? জেনে নিন সবকিছু।

শনিবার থেকেই কার্যত বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রবিবার ভিড় আরো বাড়বে বলে অনুমান। ধর্মতলা এবং তার আশেপাশের এলাকাতে প্রবল যানজটের সম্ভাবনা রয়েছে। কলকাতা পুলিশ অবশ্য প্রত্যেক বছর এই যানজট এড়াতে উপযুক্ত ব্যবস্থা নেয়। এবারেও তার অন্যথা হয়নি।

 21 July Rally

সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা দূর করতে শহরের বেশ কিছু রাস্তা বন্ধ করার পাশাপাশি ধর্মতলার দিকে কয়েকটি রাস্তায় গাড়ির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হবে রবিবার। কলকাতা পুলিশ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে রবিবার ভোর ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত কলকাতা পুলিশের অধীনস্থ সব রাস্তাতে ভারি মালবাহী গাড়ি চালানো যাবে না। তবে সিলিন্ডার বাহি গাড়ি, পেট্রোলিয়াম তেলের গাড়ি, অক্সিজেন সিলিন্ডারের গাড়ি, ওষুধ, সবজি, ফল, দুধের গাড়িগুলোকে ছাড় দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আর্মহার্স্ট স্ট্রিটের উত্তর থেকে দক্ষিণে, কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত বিধান সরণিতে দক্ষিণ থেকে উত্তরে, কলেজ স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে, ব্রেবর্ন রোডে উত্তর থেকে দক্ষিণে, হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত স্ট্র্যান্ড রোডে দক্ষিণ থেকে উত্তরে, বিবি গাঙুলি স্ট্রিটে পূর্ব থেকে পশ্চিমে, বেন্টিঙ্ক স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে, নিউ সিআইটি রোডে পশ্চিম থেকে পূর্বে এবং বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত, রবীন্দ্র সরণিতে দক্ষিণ থেকে উত্তরে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে ২১ শে জুলাই।

আরও পড়ুন : FASTag থাকলেই হবে না, করতে হবে এই কাজ! নাহলেই দিতে হবে দ্বিগুণ জরিমানা

 21 July Rally

আরও পড়ুন : চালু হচ্ছে ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট সিস্টেম! কী কী সুবিধা পাবেন রেল যাত্রীরা?

এছাড়াও বিবৃতিতে জানানো হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মধ্যে এবং কাছাকাছি এলাকায়, এজেসি বোস রোডের কিছু অংশে, হেস্টিংস ক্রসিং এবং ক্যাথিড্রাল রোডের মধ্যবর্তী এলাকা, হসপিটাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেনে রবিবার গাড়ি পার্ক করা যাবে না। রবিবার কলকাতায় কোনও ট্রাম চলবে না।