প্রতিমাসে পাবেন ৩০০০ টাকা, লক্ষ্মীর ভান্ডার অতীত আসছে অন্নপূর্ণা যোজনা

একুশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। সেই প্রকল্পের আওতায় বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা প্রতিমাসে পাচ্ছেন ১০০০ টাকা। তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাসে পাচ্ছেন ১২০০ টাকা। তবে এই প্রকল্পকে টেক্কা দেবে অন্নপূর্ণা যোজনা। তারই ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।

২০২১ এর বিধানসভা নির্বাচনের পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও লক্ষ্মীর ভান্ডারকেই ভোট প্রচারের হাতিয়ার করেছে মমতা সরকার। সেই মর্মে কোথাও কোথাও এও বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যেহেতু রাজ্য সরকারের প্রকল্প তাই তৃণমূল ক্ষমতায় না থাকলে প্রকল্প বন্ধ হয়ে যাবে। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হবে না। তখন এর নাম বদলে ফেলা হবে এবং একই সঙ্গে ভাতা বাড়িয়ে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম দেওয়া হবে অন্নপূর্ণা যোজনা। প্রতিমাসে ৩ হাজার টাকা দেওয়া হবে সেই প্রকল্পে।

আরও পড়ুন : প্রতি মাসে পাবেন ২০ হাজার টাকা! পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলে আজীবন বসে খাবেন

উল্লেখ্য কিছুদিন আগে এক বিজেপি নেত্রীও প্রকাশ্যে বলেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আগে বন্ধ করে দেওয়া হবে। এই নিয়ে বিস্তর বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে শুভেন্দু অধিকারী গত সোমবার ধুপগুড়িতে আয়োজিত একটি জনসভায় অংশগ্রহণ করে বলেন, “লক্ষ্মীর ভান্ডার বন্ধ তো হবেই না, বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে তারপরের মাসের পয়লা তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম বদলে দিয়ে নতুন নাম দেব অন্নপূর্ণা ভাণ্ডার। ৩০০০ টাকা করে মাসে দেব।”

আরও পড়ুন : ২ বছরেই লাখপতি! কেবল মহিলারাই বিনিয়োগ করতে পারবেন এই স্কিমে

একই কথা বলতে শোনা যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। তবে বিজেপির এই প্রতিশ্রুতিকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী তৃণমূল। আপাতত রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু আছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হলে তবেই অন্নপূর্ণা ভাণ্ডার চালু হওয়ার সম্ভাবনা আছে।