৫ বছরেই টাকা ডাবল! মালামাল হওয়ার সুযোগ দিচ্ছে LIC এর এই স্কিম

Avatar

Published on:

LIC Invest Plus Plan And Its Benifits

LIC Investment : বর্তমান সমাজে মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে গেলে শুধু উপার্জন করলে হয় না, উপার্জনের পাশাপাশি সঞ্চয়ও করতে হয়। সঞ্চয় মানেই বিনিয়োগ। বিনিয়োগ মানেই মানুষ বোঝেন ব্যাঙ্ক এবং পোস্ট অফিস। কিন্তু আপনি কি জানেন, বিনিয়োগ মানেই ব্যাঙ্ক বা পোস্ট অফিস নয়, আপনি যদি চান তাহলে এলআইসির (LIC) বিভিন্ন স্কিমে বিনিয়োগ করতে পারেন। আজ আপনাদের জানানো হবে এলআইসির এমন একটি দুর্দান্ত প্ল্যান সম্পর্কে যেখানে টাকা রাখলে কয়েক বছরের মধ্যেই তা হয়ে যাবে ডবল।

এলআইসির এমন অনেক স্কিম রয়েছে যেখানে জীবন বীমা, দুর্ঘটনা বীমা সহ ভালো টাকা রিটার্ন পাওয়া যায় মেয়াদ শেষে। আপনিও যদি এমন কোনও প্ল্যানে অর্থ বিনিয়োগ করতে পারেন তাহলে পাঁচ বছর পর সেই টাকা দ্বিগুণ হয়ে যাবে। জানুন এলআইসি ঠিক কোন প্ল্যানে অর্থ বিনিয়োগ করলে মোটা টাকা রিটার্ন পাওয়ার পাশাপাশি আপনার অর্থ থাকবেন নিরাপদ।

এই প্ল্যানটির নাম এলআইসি ইনভেস্ট প্লাস প্ল্যান (LIC Invest Plus Plan)। এই প্ল্যানটি হল একটি ইউনিট লিংকড প্ল্যান। এই প্ল্যানটি নন পার্টিসিপেট একক প্রিমিয়াম জীবন বীমা প্ল্যান। এই প্ল্যানে আপনি এককালীন অর্থ বিনিয়োগ করতে পারবেন। তবে মনে রাখবেন, অল্প হলেও ঝুঁকির সম্ভাবনা রয়েছে এই প্ল্যানে।

এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন জীবন বীমা এবং দুর্ঘটনা বীমার কভারেজ। এখানে বিনিয়োগ করলে ১৫% এনভি বৃদ্ধির মাধ্যমে ৫ বছরে আপনার টাকা হয়ে যাবে দ্বিগুণ। যত বেশি বিনিয়োগ করবেন তত বেশি কভারেজ পাবেন আপনি, অর্থাৎ আপনার বিনিয়োগের ওপরেই নির্ভর করবে আপনি কত টাকা রিটার্ন পাবেন।

আরও পড়ুন : LIC -র সেরা ৫টি প্ল্যান, ভবিষ্যতের চিন্তা দূর করতে এখুনি দেখুন

এই স্কিমে এককালীন ১৫ লক্ষ টাকা বিনিয়োগের উপর পাওয়া যায় ৩.৭৫ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা কভারেজ। এছাড়া ডেথ বেনিফিট পাবেন আপনি। ঝুঁকির আগে যদি বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে ইউনিট তহবিল থেকে টাকা পাওয়া যায় এবং ঝুঁকির পরে যদি মৃত্যু হয় তাহলে বীমা এবং ইউনিট তহবিল, এই দুটি থেকেই টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় ম্যাচুরিটি কভারেজ।

আরও পড়ুন : আজীবন আয়ের গ্যারান্টি! নতুন ধামাকা পলিসি নিয়ে হাজির LIC, এইভাবে করুন বিনিয়োগ

গ্রাহক যদি মেয়াদ পূর্তি পর্যন্ত বেঁচে থাকেন, তাহলে লাইক এসইওর্ড ম্যাচুরিটি বেনিফিট হিসাবে ইউনিট ফান্ডের সমান অর্থ রিটার্ন পেয়ে যাবেন গ্রাহক। বিনিয়োগ করার পর যখন খুশি আপনি আপনার পলিসি স্যারেন্ডার করে দিতে পারেন তবে মনে রাখবেন, ৫ বছরের আগে যদি আপনি পলিসি স্যারেন্ডার করেন তাহলে ইউনিট থেকে টাকা কেটে নিয়ে বাকিটা ফেরত দিয়ে দেওয়া হবে। ৫ বছরের পর যদি সারেন্ডার করেন তাহলে পুরো ইউনিট ফান্ডে আপনার জমা সমস্ত টাকা ফেরত পেয়ে যাবেন আপনি।