মাসের শুরুতেই দাম বাড়লো LPG সিলিন্ডারের! মাথায় হাত আমজনতার

এই মুহূর্তে বিধানসভা ভোট নিয়ে ভীষণ উত্তেজিত সারা ভারতবর্ষ। ৫ রাজ্যে ইতিমধ্যেই ভোট সম্পন্ন হয়ে গেছে। আগামী ৩ ডিসেম্বর জানা যাবে তেলেঙ্গানা, মিজোরাম, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বিধানসভার ফলাফল। এরমধ্যেই ফের বাণিজ্যিক LPG গ্যাসের দাম বেড়ে গিয়ে অস্বস্তিতে পড়ল রাজ্যবাসী।

হ্যাঁ, ঠিকই ভাবছেন যে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমে গিয়ে কিছুটা স্বস্তিতে ছিল ব্যবসায়ীরা, ফের সেই গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে তাদের অস্বস্তিতে ফেলে দিল সরকার। নতুন মাসের প্রথম দিন থেকেই এলপিজি সিলিন্ডারের দাম সংশোধিত হয়েছে। জেনে নেওয়া যাক ঠিক কত টাকা বাড়ানো হলো এক একটি সিলিন্ডার পিছু?

জানা গেছে, শুক্রবার তেল বিপণনী সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে ২১ টাকা। নতুন মাসের প্রথম দিন থেকেই এই দাম কার্যকর করা হবে। গত মাসেই ১০৩ টাকা বাড়ানো হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম, ফের ২১ টাকা বাড়ানোর ফলে কিছুটা হলেও মাথায় চিন্তার ভাঁজ পড়লো রেস্টুরেন্ট মালিক থেকে শুরু করে মিষ্টি দোকানের মালিক সকলেরই।

রাজধানী দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১,৭৭৫ .৫০ টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭৯৬.৫০ টাকা অন্যদিকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১,৮৮৫.৫০ টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে ১,৯o৮ টাকা। মুম্বাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ১,৭৪৯ টাকা যা গত মাসে ছিল ১,৭২৮ টাকা। দক্ষিণ ভারতের চেন্নাইতে সিলিন্ডারের দাম ছিল ১,৯৪২ টাকা যা বেড়ে দাঁড়িয়েছে ১,৯৬৮ টাকা।

আরও পড়ুন : বিশ্বের সবথেকে দামি আম কোনটি? এর কত দাম জানেন?

এখনো পর্যন্ত ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। কিন্তু আগামী দিনে যে বাড়ানো হবে না সেটাও বলা যাচ্ছে না তাই মধ্যবিত্ত পরিবারের কর্তাদের মাথার ভাঁজ কিন্তু এখনো বর্তমান। এই মুহূর্তে রাজধানী দিল্লিতে রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম রয়েছে ৯০৩ টাকা এবং কলকাতায় প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯২৯ টাকা। তবে আগামী দিনে যেন এই টাকার অংকটা ফের ১০০০ এর গণ্ডি না পেরিয়ে যায়, সেটাই কামনা করছেন সকলে।

আরও পড়ুন : প্রকাশ্যে এল ২০২৪ সালের ছুটির তালিকা, এত ছুটি দেখলে আনন্দে লাফাবেন