Fixed Deposit -এ সবথেকে বেশি হারে সুদ দিচ্ছে এই ২০টি ব্যাঙ্ক, দেখুন তালিকা

Avatar

Published on:

List Of FD Interest Rates Of 20 Banks In India In 2024

FD Interest Rates : বর্তমান সময়ে ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) টাকা রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সকলে। একদিকে যেমন ফিক্সড ডিপোজিটে (FD) পাওয়া যায় নির্দিষ্ট সুদের হার তেমন অন্যদিকে টাকা থাকে নিরাপদ। আজ আপনাদের বলব কোন কোন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে (Bank Fixed Deposit) বিনিয়োগের ক্ষেত্রে কী কী হারে সুদ (Interest Rate) প্রদান করবে আপনাকে।

এক নজরে

কোন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে কত সুদ দিচ্ছে ?

ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

ইউনিটি স্মল ফিনান্স ব্যাংকের সর্বোচ্চ এফডি রেট ৯ শতাংশ। ১ বছরের ফিক্সড ডিপোজিটের রেট ৭.৩৫ শতাংশ। ৩ বছরের রেট ৭.৬৫%। ৫ বছরের রেট ৭.৬৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ।

সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

এই ব্যাঙ্ক সর্বোচ্চ এফডি রেট দিচ্ছে ৮.৬৫ শতাংশ। ১ বছরের রেট ৬.৮৫ শতাংশ। ৩ বছরের রেট ৮.৬০%। ৫ বছরের এফডি রেট ৮.২৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন অতিরিক্ত ০.৪০ থেকে ০.৫০ শতাংশ সুদ।

ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

এই ব্যাংকের সর্বোচ্চ এফডি রেট ৮.৬১%। এক বছরের রেট ৭.৬৫ শতাংশ। ৩ বছরের জন্য দেওয়া হবে ৮.১১ শতাংশ সুদ। ৫ বছরের জন্য পাবেন ৮% সুদ। সিনিয়ার সিটিজেনরা পাবেন অতিরিক্ত ০.৬০% সুদ।

ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

এই ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.৫০ শতাংশ। ১ বছরের রেট ৮.২০ শতাংশ। ৩ বছরের রেট ৮%। ৫ বছরের এফডি রেট ৭.২৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন অতিরিক্ত ০.৫০% সুদ।

জন স্মল ফিনান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

এই ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.৫০ শতাংশ। ১ বছরের রেট ৮.৫০ শতাংশ। ৩ বছরের রেট ৭.২৫ শতাংশ। ৫ বছরের রেট ৭.২৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদের হার।

উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

এই ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.৫০ শতাংশ। ১ বছরের রেট ৮%। ৩ বছরের এফডি রেট ৮.৫০ শতাংশ। ৫ বছরের রেট ৭.৫০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন অতিরিক্ত ০.৬০% সুদ।

এসবি এম ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

এই ব্যাঙ্কের এফডি রেট ৮.২৫ শতাংশ। ১ বছরের এফডি রেট ৭.০৫%। ৩ বছরের রেট ৭.৩০ শতাংশ। ৫ বছরের রেট ৭.৭৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ০.৫০ শতাংশ বাড়তি সুদ।

ESAF স্মল ফিনান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

এই ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.২৫ শতাংশ। ১ বছরের রেট ৬%। তিন বছরের ৬.৭৫ শতাংশ। পাঁচ বছরের ৬.৭৫ শতাংশ সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ০.৫০ শতাংশ সুদ।

উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

এই ব্যাঙ্ক এফডি রেটে সুদ দেয় ৮.২৫ শতাংশ। ১ বছরের জন্য ৮.২৫ শতাংশ। ৩ বছরের জন্য ৭.২০ শতাংশ। ৫ বছরের জন্য ৭.২০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ।

এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

এই ব্যাঙ্ক এফডি রেটে সুদ দেয় ৮ শতাংশ। ১ বছরের রেটে সুদ দেয় ৬.৭৫ শতাংশ। ৩ বছরের জন্য দেয় ৮% সুদ। ৫ বছরের এফডি রেটে ৭.২৫% সুদ দেয়। সিনিয়র সিটিজেনরা পাবেন ০.৫০ অতিরিক্ত সুদ।

আরবি এল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

এই ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮%। ১ বছরের এফডি রেট ৭.৫০ শতাংশ। তিন বছরের ৭.৫০ শতাংশ। ৫ বছরের জন্য ৭.১০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদের হার।

ডিসিবি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

এই ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮%। ১ বছরের ৭. ১৫ শতাংশ। ৩ বছরের ৭.৬০ শতাংশ। ৫ বছরের ৭.৪০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ০.৫০ থেকে ০.৬০ শতাংশ অতিরিক্ত সুদ।

বন্ধন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

বন্ধন ব্যাংকের এফডি রেট ৭.৮৫ শতাংশ। ১ বছরের এফডি রেট ৭.২৫ শতাংশ। ৩ বছরের জন্য ৭.২৫ শতাংশ। ৫ বছরের এফডি রেট ৫.৮৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন অতিরিক্ত ০.৫০ থেকে ০.৭৫ শতাংশ সুদ।

ইন্ডাসিস ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

এই ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.৮৫ শতাংশ। ১ বছরের জন্য ৭.৫০ শতাংশ। ৩ বছরের এফডি রেট ৭.২৫ শতাংশ। ৫ বছরের রেট ৭.২৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন অতিরিক্ত ০.৪০ থেকে ০.৭৫ শতাংশ সুদ।

শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

এই ব্যাংকের সর্বোচ্চ এফডি রেট ৭.৮০ শতাংশ। ১ বছরের রেট ৭.৮০ শতাংশ। ৩ বছরের রেট ৭.৫০ শতাংশ। ৫ বছরের রেট ৭.৫০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ।

আইডিএফসি ফাস্ট ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

এই ব্যাঙ্কের সর্বোচ্চ রেট ৭.৭৫ শতাংশ। ৩ বছরের রেট ৭.২৫ শতাংশ। ৫ বছরের রেট ৭ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ।

আরও পড়ুন : মাসে ২০ হাজার টাকার পেনশন দেবে সরকার! সরকারি এই প্রকল্পের সম্পর্কে জানুন এখনই

ইয়েস ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

এই ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.৭৫%। ১ বছরের এফডি রেট ৭.২৫%। ৩ বছরের রেট ৭.২৫%। ৫ বছরের এফডি রেট ৭.২৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০-০.৭৫%।

পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

এই ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.৪০%। ১ বছরের রেট ৬.২০%। ৩ বছরের এফডি রেট ৬.০০%। ৫ বছরের এফডি রেট ৬.০০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।

আরও পড়ুন : ব্যাঙ্ক দেউলিয়া হলে কীভাবে ফেরত পাবেন টাকা? জেনে নিন পদ্ধতি

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার

এই ব্যাঙ্ক দিচ্ছে সর্বোচ্চ এফডি রেট ৭.২৫%। ১ বছরের এফডি রেট ৬.৭৫%। ৩ বছরের এফডি রেট ৭.০০%। ৫ বছরের এফডি রেট ৬.৫০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।

আরও পড়ুন : সেভিংস অ্যাকাউন্টে ৮% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, দারুণ খবর গ্রাহকদের জন্য

ব্যাঙ্ক অফ বরোদা ফিক্সড ডিপোজিট সুদের হার

এই ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.২৫%। ১ বছরের এফডি রেট ৬.৮৫%। ৩ বছরের এফডি রেট ৭.২৫%। ৫ বছরের এফডি রেট ৬.৫০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০-১.০০%।