লোকসভা ভোটে জিতবে কে? কি হবে ফলাফল? প্রকাশ্যে এল সমীক্ষার রেজাল্ট

Riya Chatterjee

Published on:

Loksabha Election 2024 Election Opinion Poll Report Indicate Rachna Banerjee Debangshu Bhattacharya Will Lose

WB Lok Sabha Election Opinion Poll : দেশজুড়ে ২০২৪ এর লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এই দফায় অন্তত ৪০০ টির বেশি আসনে জয়লাভ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে বিজেপি (BJP)। বাংলাতে সংঘাত মূলত যেন বিজেপি এবং তৃণমূলের (Trinamool Congress)। উভয় পক্ষেরই প্রার্থী তালিকা রয়েছে চমক। হাড্ডাহাড্ডি লড়াই যে চলবে তা বলাই বাহুল্য। কে জিতবে? কে রয়েছে পিছিয়ে? জানুন সমীক্ষার রিপোর্ট কী বলছে।

সম্প্রতি ইন্ডিয়া টিভি-সিএনএক্স পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ফলাফলের উপর সমীক্ষা চালিয়েছিল। উত্তর থেকে দক্ষিণবঙ্গের ভোট রেজাল্টের চমকপ্রদক ফলাফল বেরিয়েছে ওই সমীক্ষা থেকে। তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya), রচনা ব্যানার্জীর (Rachna Banerjee) পাল্লা বেশ হালকা বলে জানাচ্ছে এই সমীক্ষা। বিপরীতে অভিজিৎ গাঙ্গুলী (Abhijit Gangopadhyay), দিলীপ ঘোষরা (Dilip Ghosh) রয়েছেন এগিয়ে।

উত্তরবঙ্গে কেমন হবে লোকসভার ফলাফল?

উত্তরবঙ্গের ৮টি আসনের মধ্যে বিজেপি ৬টি আসনে জিততে পারে। এর মধ্যে রয়েছে কোচবিহার (নিশীথ প্রামানিক), আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং (রাজু বিস্তরা), রায়গঞ্জ, বালুরঘাট (সুকান্ত মজুমদার)। ২ টি আসন তৃণমূল জিততে পারে, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ। কংগ্রেস এখানে কোনও আসন পাবে না বলে জানা যাচ্ছে।

দক্ষিণবঙ্গে কেমন হবে লোকসভা নির্বাচনের ফলাফল?

পশ্চিমবঙ্গের দক্ষিণ-পূর্ব আসনগুলোর মধ্যে ১২টিতে তৃণমূল জিততে পারে। বিজেপি ৪টি আসনে জিততে পারে। কংগ্রেস একটিমাত্র আসন পেতে পারে। কৃষ্ণনগরে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্রের হার হতে পারে। বিজেপি প্রার্থী ‘রাজমাতা’ অমৃতা রায় জিততে পারেন। সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র হারতে পারেন।

ইউসুফ পাঠান কে হারিয়ে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জিততে পারেন অধীর রঞ্জন চৌধুরী। একমাত্র এই একটি লোকসভা কেন্দ্রতেই কংগ্রেসের একটি মাত্র সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তমলুকে জিতবে কে?

দক্ষিণ-পশ্চিমের ১৭ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১২ টি আসনে বিজেপি জিততে পারে। তৃণমূল ৫ টি আসন পাবে। তমলুক থেকে দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে অভিজিৎ গাঙ্গুলী জিততে পারেন। কাঁথিতে শিশির অধিকারী ছেলে তথা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী জিততে পারেন।

আরও পড়ুন : আপনার এলাকার ভোট প্রার্থীর কোন কোন ক্রিমিনাল রেকর্ড আছে জেনে নিন এইভাবে

হুগলিতে জিতবে কে?

সমীক্ষার রিপোর্ট অনুসারে হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় বেশ পিছিয়ে আছেন। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় নির্বাচনে রচনাকে হারিয়ে দেবেন। মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে হারিয়ে দেবেন। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষ জয়ী হতে পারেন। আসানসোলে শত্রুঘ্ন সিনহা হেরে যেতে পারেন।

আরও পড়ুন : আদর্শ আচরণবিধি কী? ভোটের সময় কী কী নিয়ম মানতে হয়?

কলকাতায় জিতবে কে?

কলকাতাতে যে ৫ টি লোকসভা কেন্দ্র আছে সেগুলো তৃণমূলের দখলেই থাকবে। তবে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জীর ফলাফল কী হতে চলেছে সেই বিষয়ে স্পষ্ট ধারণা মেলেনি। মোটকথা পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে ২২ টি আসনে এবার বিজেপি জিতবে। ১৯ টি আসনে তৃণমূল জিতবে। ১টি আসন পাবে কংগ্রেস।