LPG Cylinder New Price : বর্তমানে প্রতি ২ সপ্তাহ অন্তর এলপিজি (LPG) সিলিন্ডারের দাম স্থির করা হয়। বিগত কয়েক বছরে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হু হু করে বেড়েছে। ১৪.২ কেজির LPG সিলিন্ডারের দাম ডিসেম্বর মাসে ১০০০ ছুঁয়েছিল। নতুন বছরে গ্যাসের দাম কমানো হতে পারে, এমনটাই আশা করেছিলেন দেশবাসী। অবশেষে ঘোষণা হল গ্যাস সিলিন্ডারের জানুয়ারির নতুন দাম।
১লা জানুয়ারি অয়েল এবং মার্কেটিং কোম্পানিগুলো কমার্শিয়াল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের দাম কমেছে। দিল্লি, মুম্বাই এবং চেন্নাইতে নতুন দামে পাওয়া যাচ্ছে গ্যাসের সিলিন্ডার। তবে কলকাতায় আবার সামান্য বেড়েছে বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম।
বছরের শুরুতে দিল্লি, মুম্বাই এবং চেন্নাই কেবল এই তিনটি শহরেই কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন দিল্লিতে কমার্শিয়াল গ্যাসের বর্তমান দাম ১৭৫৫.৫০ টাকা। আগে এই দাম ছিল ১৭৫৭ টাকা। অর্থাৎ ১৯ কেজির সিলিন্ডার পিছু দাম কমেছে ১.৫ টাকা। মুম্বাইতে কমার্সিয়াল গ্যাসের দাম ১৭১০ টাকা থেকে কমে ১৭০৮.৫০ টাকা হয়েছে।
আরও পড়ুন : বায়োমেট্রিক ভেরিফিকেশন না করলে বন্ধ হবে গ্যাস সিলিন্ডারের ভর্তুকি? বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র
চেন্নাইতে কমার্শিয়াল সিলিন্ডারের দাম ১৯১৯ টাকা থেকে ৫ টাকা কমে ১৯২৪ টাকাতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে কলকাতাতে ১লা জানুয়ারি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫০ পয়সা বাড়ানো হয়েছে। যার ফলে ১৮৬৮.৫০ টাকা থেকে বেড়ে নতুন দাম হয়েছে ১৮৬৯ টাকা। ডিসেম্বর মাস থেকে এই পর্যন্ত ২ বার কমলো গ্যাসের দাম।
আরও পড়ুন : ১০০০ নয়, ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন বাংলার মানুষ! মিলবে এই দিন থেকে
গত ২২শে ডিসেম্বর ১৯ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩০.৫০ টাকা কমানো হয়েছিল। তবে বাণিজ্যিক সিলিন্ডারের গ্রাহকেরা স্বস্তির নিশ্বাস ফেললেও ঘরোয়া এলপিজি সিলিন্ডারের ক্রেতাদের জন্য কোনও স্বস্তির খবর মিলল না এই দফায়। ১৪.২ কেজির সিলিন্ডারের দামের কোনও পরিবর্তন করা হয়নি। ঘরোয়া সিলিন্ডারের দাম গত ৪ মাস ধরে অপরিবর্তিত রয়েছে।