LPG New Price: হু হু করে বেড়ে গেল গ্যাসের দাম! জেনে নিন সিলিন্ডার পিছু নতুন দাম

LPG New Price : প্রত্যেক মাসের শুরুতেই কার্যত রান্নার গ্যাসের দাম কমানো নিয়ে আশা থাকে সাধারণ মানুষের মনে। সামনেই লোকসভা নির্বাচন। কাজেই এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের দাম কমানো হতে পারে বলে অনুমান করছেন অনেকেই। মার্চ মাসের শুরুতেই রান্নার গ্যাস এবং বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম কমানো হতে পারে বলে আশা ছিল। তবে মাসের শুরুতেই এক লাফে বাড়ানো হল দাম।

LPG New Price On March

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation) মাসের প্রথম তারিখেই দেশের বিভিন্ন শহরে আলাদা আলাদাভাবে বর্ধিত দামের ঘোষণা করেছে। ভর্তুকিহীন বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। রান্নার জন্য ব্যবহৃত ১৪.২ কেজি সিলিন্ডারের দামের কোনও পরিবর্তন আপাতত হয়নি।

Gas Cylinder

দেশের মানুষ আশা করেছিলেন মার্চ মাসে গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে নতুন ঘোষণা হতে পারে। তবে আপাতত ১৪.২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হল না। বরং ১৯ কেজি সিলিন্ডারের দাম মার্চের শুরুতেই বেড়ে গেল ২৪ টাকা। ফেব্রুয়ারির তুলনায় জানুয়ারিতে এই দাম আরও কম ছিল।

আরও পড়ুন : আবেদন করুন কেন্দ্রের এই প্রকল্পে, মাস গেলে পাবেন নগদ ৩০০০ টাকা

এই মাসে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১৯১১ টাকা। গত মাসে খরচ হয়েছিল ১৮৮৭ টাকা। হিসেব কষে দেখা যাচ্ছে জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত কলকাতাতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪২ টাকা পর্যন্ত বাড়লো। কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য শহরেও দাম বাড়ানো হয়েছে।

আরও পড়ুন : LPG সিলিন্ডারে থাকবে বিশেষ ব্যবস্থা! এবার থেকে এই সুবিধা পাবেন গ্রাহকেরা

দিল্লিতে এই মাসে ১৯ কেজি সিলিন্ডারের দাম ২৫.৫০ টাকা বাড়ানো হয়েছে।। দাম বৃদ্ধিতে এখন ১৭৯৫ টাকা করে খরচ হবে সিলিন্ডার পিছু। মুম্বাইতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭৪৯ টাকা। চেন্নাইতে দাম বেড়েছে ২৩.৫০ টাকা। ১৯ কেজি গ্যাস সিলিন্ডার কিনতে চেন্নাইবাসীকে ১৯৬০.৫০ টাকা খরচ করতে হবে।