এই বছর পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে বেশ কয়েকদিন আগে। এখন রেজাল্টের অপেক্ষায় দিন গুনছেন কয়েক হাজার পড়ুয়া। সামনেই আবার লোকসভা নির্বাচন। নির্বাচনের কারণে ফল প্রকাশ পিছিয়ে যাবে কিনা সেই আশঙ্কাও করছেন কেউ কেউ। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2024) এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (Higher Secondary Result 2024) নিয়ে এলো বড় আপডেট।
কবে বের হবে মাধ্যমিকের রেজাল্ট?
এই বছর ১২ই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মাথায় ফলাফল প্রকাশ হয়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে ৯০ দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হতে পারে। গতবছর ১৯ শে মে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়েছিল। এই বছর ওই সময় নির্বাচন থাকবে।
নির্বাচনের কারণে এইবার মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছিল আগেই। ২ রা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়। অনেকেই মনে করছেন এপ্রিল মাসের শেষ সপ্তাহে কিংবা মে মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ হতে পারে। ২৯ শে এপ্রিল থেকে ৬ই মে কিংবা ৮ই মে থেকে ১১ ই মে এর মধ্যে ফলাফল প্রকাশ হতে পারে।
মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের অফিসিয়াল ওয়েবসাইট
কবে বের হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট?
২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়েও নানা খবর প্রকাশ্যে আসছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন ৭০ থেকে ৮০ শতাংশ খাতা দেখার কাজ সম্পন্ন হয়ে গিয়েছেন। এখন পরীক্ষার্থীদের নম্বরগুলো পোর্টালে আপডেট করার কাজ চলছে। এই বছর হার্ড কপির পাশাপাশি ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ডিজিটাল মাধ্যমে সফট কপি হিসেবেও সংরক্ষিত থাকবে।
২৯ শে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার দিনে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছিলেন ৯০ দিন অর্থাৎ তিন মাসের মধ্যেই ফলাফল প্রকাশ হবে। নির্বাচন পরীক্ষার ফলাফল প্রকাশের উপর কোনও প্রভাব ফেলবে না সেটাও জানানো হয়। লোকসভা নির্বাচনের কারণে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশে দেরি হবে না। আবার সংসদ তাড়াহুড়োও করতে চায় না।
আরও পড়ুন : ভোটের কোটি কোটি টাকার খরচ দেয় কে? কোথা থেকে আসে টাকা?
সংসদের তরফ থেকে জানানো হয়েছে মে মাসের শেষের দিকে বা জুন মাসের শুরুতেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে। ছাত্র-ছাত্রীরা রেজাল্ট বেরোনোর দিন পোর্টাল থেকে মার্কশিট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন।
আরও পড়ুন : আর বৈধ নয় ২ বছরের B.Ed কোর্স! নতুন নির্দেশ NCTE -এর
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের অফিসিয়াল ওয়েবসাইট
নিচের ওয়েবসাইট থেকে ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে ও স্কোরকার্ড ডাউনলোড করতে পারবে।