কতজন ভারতীয় সেনা রয়েছেন মালদ্বীপে? তাদের কাজ কী?

Avatar

Published on:

Maldives president asks India to withdraw Indian Army by March 15

India-Maldives Tension : India-Maldives Tension : কিছু মাস আগেও যে মালদ্বীপ (Maldives) ছিল ভারতের নামী দামী ব্যক্তিত্বদের ছুটি কাটানোর একমাত্র ঠিকানা, সেই মালদ্বীপ এখন প্রায় ফাঁকা। ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত সম্পর্কে মালদ্বীপের মন্ত্রীদের আপত্তিকর মন্তব্যের পর সম্পূর্ণ ভারতবর্ষ থেকে বয়কট করা হয়েছে মালদ্বীপকে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক গিয়ে থেকেছে একেবারে তলানিতে। এর মাঝেই চীন সফর থেকে ঘুরে আসার পরই মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু (Mohamed Muizzu) ভারতকে সেনা প্রত্যাহারের (Indian Army) জন্য বেঁধে দিলেন সময়সীমা।

চীন সফর সেরে এসেই উল্টো সুর মালদ্বীপ প্রেসিডেন্টের

ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করার অপরাধে মালদ্বীপের ঐ ৩ মন্ত্রীকে বরখাস্ত করে দেওয়া হয়। ভারত এবং মালদ্বীপের এই টানাপোড়েনের মধ্যেই মালদ্বীপ প্রেসিডেন্ট গিয়েছিলেন ৫ দিনের চীন সফরে। চীন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সেরে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু দেশে ফিরে আসার পরেই একেবারে অন্য ধাঁচে কথা বলতে শুরু করেছেন। কিন্তু কী এমন বললেন তিনি?

ভারতকে কী হুঁশিয়ারি দিলেন মালদ্বীপ প্রেসিডেন্ট?

৫ দিনের চীন সফর শেষে দেশে ফিরে মালদ্বীপ প্রেসিডেন্ট ভারতকে উদ্দেশ্য করে কড়া ভাষায় বলেছেন,” মালদ্বীপ ছোট দেশ হতে পারে, কিন্তু এটি কাউকে আমাদের হুমকি দেওয়ার লাইসেন্স দেয় না। এই মহাসাগরে আমাদের ছোট ছোট দ্বীপ রয়েছে, কিন্তু আমাদের ৯০০,০০০ বর্গ কিলোমিটারে একটি বিশাল এক্সক্লুসিভ ইকোনমিক জোন রয়েছে। মালদ্বীপ এই মহাসাগরের বৃহত্তম অংশ ধারণকারী দেশগুলির মধ্যে একটি।” শুধু তাই নয়, ভারতকে সেনা প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়ে জানালেন তিনি।

কতজন ভারতীয় সেনা রয়েছেন মালদ্বীপে?

মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের পাবলিক পলিসি সেক্রেটারি আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম বলেন,” ভারতীয় সেনারা মালদ্বীপে থাকতে পারবেন না। এটা প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং এই প্রশাসনের নীতি।” উল্লেখ্য, মালদ্বীপে বর্তমানে ৮৮ জন ভারতীয় সেনা সদস্য রয়েছেন। তবে এই প্রথম নয়, দুমাস আগেও মালদ্বীপের প্রেসিডেন্ট ভারতীয় সেনা প্রত্যাহারের কথা বলেছিলেন। কিন্তু এবারে বেঁধে দেওয়া হল সময়সীমা।

আরও পড়ুন : এবার ভাতে মরবে চীন ও মালদ্বীপ! বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার

ভারতীয় সেনাদের দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দিল মালদ্বীপ

মালদ্বীপে থাকা ৮৮ জন সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা করার জন্য মালদ্বীপ এবং ভারত একটি উচ্চপর্যায়ের কোর গ্রুপ গঠন করেছে। রবিবার মালেতে বিদেশ মন্ত্রকের সদর দপ্তরে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এই প্রসঙ্গে। এই বৈঠকে ভারতীয় হাই কমিশনার মুনু মহাওয়ার উপস্থিত ছিলেন। এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করে নাজিম বলেন, বৈঠকের আলোচ্য সূচিতে ১৫ মার্চের মধ্যে সেনা প্রত্যাহারের অনুরোধ অন্তর্ভুক্ত ছিল। মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার মালদ্বীপ প্রেসিডেন্টের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।

আরও পড়ুন : ভারতের সেরা ১০ টি সমুদ্র সৈকত, যেখানে গেলে আর ফিরতে ইচ্ছে করবে না

মালদ্বীপে কী করত ভারতীয় সেনাবাহিনী?

ভারত এবং মালদ্বীপের প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৮৮ সালের নভেম্বর মাসে তৎকালীন রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম সরকারের অনুরোধে অভ্যুত্থান ঠেকাতে ভারত থেকে সেনারা মালদ্বীপে প্রবেশ করেছিলেন। সেই সময় বিদ্রোহীদের ধরার পর ভারতীয় সেনারা ফিরে আসেন ভারতে। এরপর ২০১০ এবং ২০১৫ সালে মালদ্বীপকে দুটি ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার সরবরাহ করা হয়েছিল ভারতের তরফ থেকে। এছাড়া ভারতীয় সেনারা মালদ্বীপে গিয়ে, মালদ্বীপের সেনাদের যুদ্ধ, নজরদারি এবং উদ্ধার সহায়তা অভিযানের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে।