ভারত বয়কটের ফল! ধসে পড়লো মালদ্বীপের পর্যটন ব্যবসা, ক্ষতি এত কোটির

Maldives Tourism Loss : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) -কে নিয়ে হাসি ঠাট্টা করার এত বড় শাস্তি যে পেতে হবে, তা হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি মালদ্বীপ (Maldives)। একসময় যে দ্বীপপুঞ্জ অতিথিদের সমাগমে ভরে যেত সেই দ্বীপপুঞ্জ এখন শুনশান। ভারতের সঙ্গে বিতর্কের ফলে ঠিক কত টাকার ক্ষতির সম্মুখীন হতে হল মালদ্বীপকে, জানেন?

মালদ্বীপ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি

ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উপহাস করেছিলেন মালদ্বীপের ৩ মন্ত্রী। এই উপহাসই কাল হয়ে দাঁড়ালো মালদ্বীপের জন্য। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ার পাশাপাশি মালদ্বীপের অর্থনৈতিক অবস্থারও ব্যাপক অবনতি ঘটেছে এই কয়েকদিনে।

মালদ্বীপ বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায়

ফেসবুক থেকে টুইটার সর্বত্র এখন শুধুমাত্র মালদ্বীপ বয়কটের হ্যাশট্যাগ। একপ্রকার এই দ্বীপপুঞ্জ থেকে সকলে মুখ ফিরিয়ে নিয়েছে। যে দ্বীপপুঞ্জে একসময় ভারতের তাবড় তাবড় সেলিব্রেটিরা ছুটি কাটাতে যেতেন সেখানে সাধারণ ভারতীয়ওরাও যাচ্ছেন না। নিমিষে যেন স্তব্ধ হয়ে গেছে মালদ্বীপের পর্যটন ব্যবসা।

প্রতিদিন কত কোটি টাকার ক্ষতি হচ্ছে মালদ্বীপের?

রিপোর্ট অনুযায়ী, এই কয়েকদিনেই মালদ্বীপ প্রত্যেকদিন ৮.৬৪ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে। রাজস্ব ক্ষতির কথা মাথায় রেখে মালদ্বীপ সরকার এখন ভ্রমণের খরচ অর্ধেক করে দিয়েছে কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হচ্ছে না। এই কয়েকদিনে মালদ্বীপে ১৪ হাজারেরও বেশি বুকিং বাতিল হয়ে গেছে। বাতিল হয়েছে প্রচুর ফ্লাইট।

আরও পড়ুন : এবার ভাতে মরবে চীন ও মালদ্বীপ! বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার

সংকটে মালদ্বীপের ৪৪ হাজার পরিবার

মালদ্বীপের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, মালদ্বীপে বসবাসরত ৪৪ হাজার পরিবার এই মুহূর্তে সংকটে রয়েছে। ভারতের বয়কটের পর থেকে সমূহ ক্ষতির সম্মুখীন হয়েছে এই দ্বীপপুঞ্জটি। গত কয়েক বছরে ভারতের পর্যটক মালদ্বীপে ব্যয় করেছে প্রায় ৩১৫২ কোটি টাকা, সেখানে ভারতের বয়কটের ফলে প্রতিদিন প্রায় ৮ কোটি টাকার ধাক্কা খাচ্ছে এই দেশ।

আরও পড়ুন : ট্রেন নাকি বিমান, কীভাবে যাবেন লাক্ষাদ্বীপ? কোথায় ভাড়া কত? জানুন বিস্তারিত

লাক্ষাদ্বীপকে নিয়ে রেকর্ড সার্চ গুগলে

প্রসঙ্গত, একদিকে যেমন মালদ্বীপের ব্যবসা প্রায় ধূলিসাৎ হতে বসেছে, তেমন অন্যদিকে লাক্ষাদ্বীপকে নিয়ে আগ্রহ বেড়েছে মানুষের মধ্যে। সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে লাক্ষাদ্বীপ নিয়ে google সার্চ। বিগত কয়েকদিনে প্রায় ৩৪ গুণ বেড়েছে লাক্ষাদ্বীপকে নিয়ে মানুষের আগ্রহ।