দার্জিলিং, বাঙালির পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা গুলোর মধ্যে একটি। কারণ কম খরচে দার্জিলিংয়ের মত প্রাকৃতিক শোভা খুঁজে পাওয়া দুষ্কর। তাই প্রত্যেক বছর বছর লাখ লাখ পর্যটকদের ভিড়ের জন্য কোটিপতি হয়ে উঠছেন সেখানকার ব্যাবসায়ীরা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গের বুকে আরও একটি নতুন দার্জিলিং তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কবে কোথায় নতুন দার্জিলিং তৈরি হচ্ছে জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে?
মঙ্গল ও বুধবার দু’দিন ব্যাপী রাজ্যে সপ্তমবারের জন্য বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই দু’দিনের শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী–সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আমলাদের বক্তব্যে পর্যটন শিল্পের সম্প্রসারণের কথা উঠে এসেছে। আর সেখানেই এদিন সমাপ্তি ভাষণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীদিনে উত্তরবঙ্গে আইটি হাব গড়ার কথা জানান।
এদিকে আইটি হাবের পাশাপাশি উত্তরবঙ্গ জুড়ে রয়েছে একাধিক পর্যটনকেন্দ্র। হিমালয়, কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে সেখানে আছে গভীর অরণ্য। বিপুল পরিমাণ এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চায় রাজ্য সরকার।দার্জিলিংয়ের মতোই আরও একটি হিল স্টেশন তৈরির পরিকল্পনার কথা বলেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন,” পশ্চিমবঙ্গ আগামী দিনে অর্থনৈতিক পাওয়ার হাউসে পরিণত হবে। কারণ বাংলাই হচ্ছে বিনিয়োগের ভবিষ্যৎ। এখানে পর্যটন শিল্পে অন্যতম সম্ভাবনার ক্ষেত্র। রাজ্যে পর্যটনের উন্নতি ঘটাতে এবার নিউ দার্জিলিং তৈরি করতে হবে। কালিম্পং, কার্শিয়াং, মিরিককে নিয়ে তৈরি হতে পারে নতুন দার্জিলিং।
তিনি ব্যাবসায়ীদের আহ্বান জানিয়ে বলেন, ‘এখানে আপনারা ১০০০ টা হোটেল খুললেও রোজ বুকিং পাবেন আমি আপনাদের সেই বিষয়ে আশ্বস্ত করছি। আমাদের এখানে গভীর সমুদ্র, গভীর জঙ্গল, হিমালয়ার পার্বত্য অঞ্চল আছে। এখানেই আপনি ক্রেতা পাবেন। বাংলা উত্তর পূর্বের গেটওয়ে, নেপাল, ভুটান ও বাংলাদেশের সীমানা। বাংলার মত ভালো পর্যটনস্থল আর কোথাও নেই। “
আরও পড়ুন : ১৪ বছর বয়সে এই ভারতীয় আবিষ্কার করেছিলেন ইমেল! কেড়ে নেওয়া হয় কৃতিত্ব
আরও পড়ুন : একের বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করেন? জানেন এতে কী কী বিপদে পড়তে হবে আপনাকে?
প্রসঙ্গত,২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই বাংলায় পর্যটন শিল্পের প্রসারের উপর বাড়তি জোর দিয়েছেন। বাংলার একাধিক পর্যটন কেন্দ্রকে তিনি মনের মত করে সাজিয়েছেন। তার সঙ্গে তিনি এও জানেন উত্তরবঙ্গের অর্থনীতির উন্নতি ঘটাতে গেলে পর্যটন শিল্পের সম্প্রসারনের প্রয়োজন। তাই আগামীদিনে উত্তরবঙ্গের পর্যটন শিল্পের ওপর বিশেষ জোর দিতে চাইছেন তিনি।