Mamata Banerjee : ভারতবর্ষের যে কোনও রাজ্যের দায়ভার থাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর (Cheif Minister) কাঁধে। একজন মুখ্যমন্ত্রীই পারেন তার রাজ্যকে সর্বদিক দিয়ে উন্নতির শিখরে পৌঁছে দিতে। রাজ্যের কোনও ব্যক্তি যাতে আর্থিকভাবে পিছিয়ে না থাকে সেই দিকে কড়া নজর থাকে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর। তবে ব্যক্তিগত সম্পদের দিক থেকে এগিয়ে রয়েছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী (Richest CM In India)? কে রয়েছেন একেবারে পিছিয়ে (Poorest CM In India)? জানুন এই প্রতিবেদনে।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের রিপোর্ট
২০২৩ সালে ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রীর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করেছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (Association for Democratic Reforms) বা এডিআর (ADR Report)। এই বিশ্লেষণে উঠে এসেছে রাজ্যের সবথেকে ধনী মুখ্যমন্ত্রীর নাম। উঠে এসেছে সম্পত্তির দিক থেকে পিছিয়ে থাকা মুখ্যমন্ত্রীর নামও। এই তালিকায় কত তম স্থানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও জানা যাবে আজ।
ভারতবর্ষের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী কে?
সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ভারতবর্ষের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি (YS Jagan Mohan Reddy)। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা। এই অর্থের পরিমাণ ভারতের বাকি মুখ্যমন্ত্রীদের সম্মিলিত অর্থের থেকেও অনেকটা বেশি। দ্বিতীয় স্থানে রয়েছেন অরুনাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমু খান্দু। তিনি ১৬৩ কোটি টাকার মালিক।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। উড়িষ্যার মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৬৩.৮৭ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও, যার সম্পত্তির পরিমাণ ৪৬ কোটি টাকা। পঞ্চম স্থানে রয়েছেন পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী, যার মোট সম্পত্তির পরিমাণ ৩৮ কোটি টাকা।
কারা কারা রয়েছেন ধনী মুখ্যমন্ত্রীর তালিকায়?
এই তালিকায় প্রথমদিকে রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামও, তার সম্পত্তির পরিমাণ ১৭ কোটি টাকা। রয়েছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমারের, তার মোট সম্পত্তির পরিমাণ ১৪ কোটি টাকা। এতো গেল ধনী মুখ্যমন্ত্রীদের তালিকা। এবার আসা যাক দরিদ্র মুখ্যমন্ত্রীদের তালিকায়। দরিদ্র মুখ্যমন্ত্রীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে হরিয়ানার মনোহরলাল খট্টর, যার মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকার সামান্য বেশি। দ্বিতীয় স্থানে ১ কোটি টাকার সম্পত্তি নিয়ে রয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নাম।
মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন কোন স্থানে?
দরিদ্র মুখ্যমন্ত্রীর তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় হলেন ভারতের এমন একজন মুখ্যমন্ত্রী যার সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকারও নিচে। মুখ্যমন্ত্রী সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকা। তার কাছে রয়েছে পুরোটাই অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি বলে কিছু নেই। খুব সহজ-সরল জীবন অতিবাহিত করেন তিনি। পোশাক থেকে শুরু করে খাওয়া-দাওয়া কোনও কিছুতেই থাকে না আভিজাত্যের ছাপ।
আরও পড়ুন : ২০২৪ -এর নির্বাচনের আগে লাগু হবে CAA! আসলে কী এই আইন? জানুন বিস্তারিত
এডিআর – এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের মোট ২৯ জন কোটিপতি মুখ্যমন্ত্রীর গড় সম্পত্তির পরিমাণ ৩৩.৯৬ কোটি টাকা। সম্পত্তির তালিকা ছাড়াও এই রিপোর্টে জানা গেছে কোন কোন মুখ্যমন্ত্রীরা রয়েছেন ঋণে জর্জরিত। তেলেঙ্গানার তৎকালীন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মোট ঋণের পরিমাণ ৮.৮ কোটি টাকা, সম্পত্তির পরিমাণ ২৩.৫ কোটি টাকা।
আরও পড়ুন : ২০২৪ লোকসভা ভোটে জিতবে কে? কে হবেন প্রধানমন্ত্রী? ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তার মোট সম্পত্তির পরিমাণ ৮.৯২ কোটি টাকা, ঋণ ৪.৯ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, যার ঋণের পরিমাণ ৩.৭৫ কোটি টাকা, সম্পত্তির পরিমাণ ১১.৬ কোটি টাকা।