WhatsApp-এ ভুলেও এই ৬টি মেসেজ কাউকে পাঠাবেন না, হতে পারে জেল

WhatsApp Messaging Guidelines : যতদিন যাচ্ছে ততই উন্নত হচ্ছে টেকনোলজি। টেকনোলজির ব্যবহার যত বাড়ছে ততই একে ব্যবহার করে অপরাধ প্রবণতাও বাড়ছে। WhatsApp, Facebook, Instagram এর মত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে ভুয়ো তথ্য, প্রতারণা, অপরাধমূলক মেসেজের আদান-প্রদান ঠেকাতে সচেষ্ট হয়েছে মেটা। এই প্রতিবেদন থেকে জেনে নিন WhatsApp গ্রুপে কোন কোন মেসেজ পাঠানো নিষিদ্ধ।

Messages You Should Avoid Sending on WhatsApp

অ্যাডাল্ট কন্টেন্ট

WhatsApp গ্রুপে অ্যাডাল্ট কনটেন্ট না পাঠানোই ভালো। কারণ এক্ষেত্রে যদি গ্রুপের কোনও সদস্য আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে। গুরুতরভাবে ফেঁসে যেতে পারেন আপনি।

দেশবিরোধী কনটেন্ট

দেশবিরোধী কোনও টেক্সট মেসেজ, অডিও কিংবা ভিডিও বার্তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়ালে আপনার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা হতে পারে। গ্রুপের কোনও সদস্য যদি আপনার বিরুদ্ধে পুলিশ অভিযোগ করেন তাহলে জেল পর্যন্ত হতে পারে আপনার।

শিশুদের উপর অত্যাচারের কনটেন্ট

হোয়াটসঅ্যাপে কোনও কিছু শেয়ার করার আগে দেখুন সেটা কোনওভাবে শিশু সম্পর্কিত অপরাধের সঙ্গে জড়িত নয় তো? কোন মেসেজ, ছবি বা ভিডিওতে যদি আপত্তিকর লেখা বা কথা থাকে তাহলে তার পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হতে পারে। পুলিশ আপনাকে সরাসরি গ্রেফতার করতে পারে।

হিংসাত্মক কন্টেন্ট

WhatsApp গ্রুপে কোনও হিংসাত্মক ছবি বা ভিডিও বা লেখা শেয়ার করা হলে সেটাও অপরাধ হিসেবে গণ্য হবে। আপনার বিরুদ্ধে অভিযোগ হলে জেল পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ পড়ার পদ্ধতি

MMS

যদি WhatsApp গ্রুপে আপনি কোনও MMS শেয়ার করেন তাহলেও সমস্যায় পড়তে হতে পারে। গ্রুপের কোনও সদস্য আপনার বিরুদ্ধে অভিযোগ জানালে আপনি ফেঁসে যাবেন।

আরও পড়ুন : শিয়রে বিপদ! ভারতের সব মোবাইল ব্যবহারকারীকে সতর্ক করলো TRAI

প্রতারণামূলক মেসেজ

কাউকে চাকরি বা লটারি বা এরকম লোভ দেখিয়ে তাকে আর্থিক প্রতারণা করলে অভিযোগের ভিত্তিতে আপনাকে স্প্যাম কিংবা স্ক্যামের আওতায় ফেলবে WhatsApp। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট WhatsApp থেকে ব্যান করে দেওয়া হবে। আপনি আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না।