মাসে ২০ হাজার টাকার পেনশন দেবে সরকার! সরকারি এই প্রকল্পের সম্পর্কে জানুন এখনই

Monthly Pension Plan : একজন মানুষের জীবনের সব থেকে কঠিন সময় হলো কর্মজীবন থেকে বিরতি নেওয়ার পরের সময়টা। এই সময় বেশিরভাগ মানুষেরই মনে একটাই চিন্তা মনে ঘুরপাক খায়, এবার কিভাবে কাটবে জীবন? সন্তানদের ওপর নির্ভর করে থাকতে কোন বাবা-মাই চান না, ফলে আরো বেশি বেড়ে যায় দুশ্চিন্তা। আপনি যদি কোন কমবয়সী ব্যক্তি হন তাহলে আজ এই প্রতিবেদনের মাধ্যমে জানুন কিভাবে সঞ্চয় করলে অবসরের পর প্রতি মাসে পাবেন ২০ হাজার টাকা পেনশন।

কেন্দ্রীয় সরকারের বিশেষ স্কিম

কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর যাতে সেই ব্যক্তির কোন রকম সমস্যা না হয়, তার জন্যই কেন্দ্রীয় সরকার চালু করেন একটি বিশেষ স্কিম। ২০০৪ সালে ন্যাশনাল পেনশন স্কিম (National Pension Scheme) চালু করা হয়। যদিও তখন এই যোজনাতে (NPS) শুধুমাত্র সরকারি কর্মচারীরা বিনিয়োগ করতে পারতেন। ২০০৯ সালে সরকার সেই নিয়মের পরিবর্তন আনেন। পরিবর্তিত নিয়ম অনুযায়ী বেসরকারি কর্মরত কর্মচারীরাও এই স্কিমে টাকা রাখতে পারেন।

NPS এর সুদের হার কত?

এই স্কিমে বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে পাবেন নিয়ন্ত্রিত বাজার ভিত্তিক রিটার্নের বিশাল সুযোগ সুবিধা। যদি অল্প বয়স থেকে কেউ এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে নিঃসন্দেহে কর্ম জীবন থেকে অবসর নেওয়ার পর প্রতিমাসে একটি ভালো অংকের টাকা পাবেন তিনি। এই স্কিমে বিনিয়োগকারীরা ৯ থেকে ১২ শতাংশ সুদ পাবেন।

কীভাবে পাবেন মাসে ২০ হাজার টাকার পেনশন?

যদি নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান তাহলে NPS খাতে বিনিয়োগ করুন একদম প্রথম থেকেই। যদি ২০ বছর বয়স থেকে মাসে ১০০০ টাকা করে এই খাতে আপনি বিনিয়োগ করেন তাহলে অবসর নেওয়ার সময় আপনার লগ্নির পরিমাণ হবে ৫.৪ লাখ টাকা। বছরে সুদ পাবেন ১২ শতাংশ। সব মিলিয়ে বিনিয়োগের পরিমাণও বৃদ্ধি পাবে গ্রাহকের।

আরও পড়ুন : ৯০ দিনেই গ্রাহকরা মালামাল! ফিক্সড ডিপোজিটে বাম্পার সুদ বাড়ালো এই ব্যাঙ্ক

এবার কোন NPS বিনিয়োগকারী যদি তার লগ্নির ৪০ শতাংশ অ্যামিউনিটিতে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে টাকার মূল্য বেড়ে দাঁড়াবে ৭১.২৯ লাখ টাকা। যদি সেই গ্রাহক অ্যামিউনিটি থেকে ৬ শতাংশ রিটার্ন পান সেক্ষেত্রে তিনি মাসিক পেনশন পাবেন ২৩ হাজার ৭৬৪ টাকা। বুঝতেই পারছেন, যত বেশি টাকা আপনি বিনিয়োগ করতে পারবেন তত মেয়াদ পূর্তিতে বেশি রিটার্ন পাবেন আপনি।

আরও পড়ুন : বদলে গেল পেনশনের নিয়ম! নতুন কী পরিবর্তন এল? জানুন এখনই

কীভাবে পাবেন মাসে ৬০ হাজার টাকার পেনশন?

ধরুন আপনি মাসে আড়াই হাজার টাকা করে বিনিয়োগ করছেন, সে ক্ষেত্রে ৬৫ বছর পর আপনি পাবেন মাসিক ৬০ হাজার টাকা। আপনি যদি অনলাইনে ক্যালকুলেট করতে চান তাহলে NPS ক্যালকুলেটর ব্যবহার করে নিজের নাম এবং বয়স উল্লেখ করুন। লিখুন বিনিয়োগের পরিমাণ এবং জেনে নিন কতটা পেনশন পাবেন অবসরের পর।