Mukesh Ambani : ভারতবর্ষের বিখ্যাত শিল্পপতি পরিবারদের মধ্যে অন্যতম হল আম্বানি পরিবার (Ambani Family)। বর্তমানে এই পরিবারের অন্যতম কর্ণধার মুকেশ আম্বানি বাবার ব্যবসা এগিয়ে নিয়ে চলেছেন সগর্বে। তবে শুধু মুকেশ নন, স্ত্রী নীতা আম্বানিও (Nita Ambani) রয়েছেন এই ব্যবসার সাফল্যের পেছনে। ব্যবসার পাশাপাশি সংসারও তিনি সামলাচ্ছেন সুনিপুণভাবে। তবে আপনি কি জানেন মুকেশ এবং নীতা আম্বানির সম্পর্কের শুরুটা কীভাবে হয়েছিল? কীভাবে একে অপরের প্রেমে পড়েছিলেন তারা?
কীভাবে শুরু হয়েছিল মুকেশ-নীতার প্রেম কাহিনী?
নীতা আর মুকেশের প্রেমের গল্পটা কিন্তু একদম সিনেমার মতো। না লাভ ম্যারেজ নয়, বরং অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছিল তাদের। একবার এক নবরাত্রির অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে নীতাকে দেখেন ধীরুভাই আম্বানি। নীতার ভারতনাট্যমের অনুষ্ঠান দেখে বড় ছেলের জন্য তাকে পছন্দ করে ফেলেন ধীরুভাই। স্ত্রী কোকিলাবেনেরও পছন্দ হয় নীতাকে।
নীতাকে নিজে ফোন করেন ধীরুভাই আম্বানি
এই অনুষ্ঠানের কিছুদিন পর নীতার বাড়িতে ফোন করেন ধীরু ভাই আম্বানি। প্রথমে ফোন পেয়ে বিশ্বাস করতে পারেননি নীতা। ভেবেছিলেন ধীরুভাই আম্বানির নাম করে কেউ হয়তো ভুয়ো ফোন করছে। কিন্তু পরে বোঝেন সত্যিই ধীরুভাই আম্বানির তরফ থেকেই ফোন এসেছে তার কাছে। প্রাথমিক কথাবার্তা হওয়ার পর ধীরুভাই আম্বানি সপরিবারে নীতা আম্বানিকে নিমন্ত্রণ করেন তার বাড়িতে।
প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যান মুকেশ ও নীতা
ধীরুভাই আম্বানির বাড়িতেই প্রথম আলাপ হয় মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির। দুই পরিবারের মধ্যে কথা হয়। প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যান নীতা এবং মুকেশ। নীতার নাচ নিয়ে কোনও রকম বাধা দেওয়া হবে না, জানিয়ে দেওয়া হয় আম্বানি পরিবার থেকে। নীতা যেহেতু ভীষণ সাধারণ পরিবারের মেয়ে ছিলেন তাই নীতার সঙ্গে দেখা করার জন্য পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতেন মুকেশ। মুকেশের এই সরলতা দেখেই আরো বেশি মুগ্ধ হয়ে যান নীতা।
আরও পড়ুন : মুকেশ আম্বানি থেকে নীতা আম্বানি, আম্বানি পরিবারের সদস্যরা কে কতদূর শিক্ষিত?
সিনেমার স্টাইলে নীতাকে প্রপোজ করেন মুকেশ
মুকেশের নীতাকে প্রপোজ করার স্টাইলও ছিল একেবারে অন্যরকম। ৬-৭ দিন দেখা হওয়ার পরই হঠাৎ নীতাকে প্রপোজ করে ফেলেন মুকেশ। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নীতাকে মুকেশ বলেন, “তুমি কি আমায় বিয়ে করবে? হ্যাঁ অথবা না এক্ষুনি বলতে হবে তোমায়।” প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও নীতার তরফ থেকে সম্মতি আসে বিয়ের জন্য।
আরও পড়ুন : সারাদিনে কী কী খান মুকেশ ও নীতা আম্বানি? দেখুন মুকেশ আম্বানির ফুড চার্ট
১৯৮৫ সালে ৮ মার্চ ধুমধাম করে বিয়ে হয়ে যায় মুকেশ এবং নীতার। নীতা আম্বানি শিক্ষকতা করতে চেয়েছিলেন বলে মুকেশ আম্বানি তাকে তৈরি করে দেন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল, আজ যেখানে দেশের নামি দামি তারকাদের সন্তান পড়াশোনা করেন। ধীরুভাই আম্বানি যে পুত্রবধূ বাছাই করতে ভুল করেননি তা প্রমাণ হয়ে যায় পরবর্তী সময়ে। আজ পুত্র,পুত্রবধূ, মেয়ে, জামাই, নাতি-নাতিদের নিয়ে সুখে সংসার করছেন মুকেশ এবং নীতা আম্বানি।