ড্রাইভারদের কত বেতন দেন মুকেশ আম্বানি? জানলে MLA-MP রাও লজ্জা পাবে

Avatar

Published on:

Mukesh Ambani`s Driver Salary Will Shock You

Mukesh Ambani`s Driver Salary : মুম্বাইয়ের কাম্বলা হিলে মুকেশ আম্বানির (Mukesh Ambani) অ্যান্টিলিয়া যেন এক টুকরো স্বর্গ। ২৭ তলা বিশিষ্ট এই বাড়িটির সদস্য সংখ্যা খুব বেশি না হলেও বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন ৬০০ জন পরিচারক-পরিচারিকা। শুধু তাই নয়, মুকেশ আম্বানির ১৫০-টির বেশি গাড়ি চালানোর দায়িত্বে রয়েছেন প্রায় ২০০ জনেরও বেশি ড্রাইভার। এই ড্রাইভাররা প্রতিমাসে কেমন মাইনে পান বা কি কি সুযোগ-সুবিধা পান, সেটাই আমরা জানবো এই প্রতিবেদনে।

ভারতের ধনী ব্যক্তিদের তালিকায় গৌতম আদানির পরই রয়েছে মুকেশ আম্বানির নাম। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় দশম স্থানে রয়েছেন তিনি। তবে শুধু অর্থের দিক থেকে নয়, তিনি বিলাসবহুল জীবন যাত্রার দিক থেকেও এগিয়ে রয়েছেন অনেক ব্যক্তির থেকে। শুধু আম্বানি পরিবার যে রাজকীয় জীবন অতিবাহিত করেন তা নয়, আম্বানির বাড়ির প্রত্যেক পরিচারক- পরিচারিকা, শেফ, ড্রাইভাররাও মোটা অংকের মাইনে ছাড়াও পান একাধিক সুযোগ-সুবিধা।

মুকেশ আম্বানির গাড়ির কালেকশন

সূত্রের খবর অনুযায়ী, আম্বানির গ্যারেজে রয়েছে মোট ১৬৮ টি গাড়ি। এরমধ্যে রয়েছে রোলস রয়েস ফ্যান্টম, যারা আনুমানিক মূল্য সাড়ে ১৩ কোটি টাকা। রয়েছে মার্সিডিস মেব্যাচ বেঞ্চ এস ৬৬০ গার্ড, আনুমানিক মূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা। ৮ কোটি ৯০ লক্ষ টাকা মূল্যের bmw 760 Li সিকিউরিটি। এই গাড়িগুলি শুধু বিলাসবহুল গাড়ি তা নয়, বুলেটপ্রুফ এই গাড়িগুলি যাত্রীকে যে কোন বোমা বিস্ফোরণ এবং আগ্নেয়াস্ত্র থেকেও রক্ষা করে।

মুকেশ আম্বানির ড্রাইভার হতে কী কী যোগ্যতা লাগে?

মুকেশ আম্বানির এই গাড়িগুলি চালানোর সুযোগ কিন্তু যে কেউ পায় না। একটি বেসরকারি এজেন্সির মাধ্যমে গাড়ি চালকদের আম্বানির পরিবারে চাকরি দেওয়া হয়। গাড়ি চালানোর পাশাপাশি আরও বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। কমার্শিয়াল গাড়ির পাশাপাশি তাদের শিখতে হয় বিলাসবহুল গাড়ি চালানো। যে কোনো পরিস্থিতিতে যে কোন গাড়ি চালানোর দক্ষতা রপ্ত করতে হয় তাদের।

আরও পড়ুন : মধ্যবিত্ত ঘরের মেয়ে কীভাবে আম্বানির বউ হলেন? মুকেশ-নীতার প্রেম কাহিনীর কাছে সিনেমাও ফেল

মুকেশ আম্বানির ড্রাইভাররা মাসে কত টাকা বেতন পান?

জানা গেছে, আম্বানি পরিবারের ড্রাইভাররা প্রতিমাসে পান ২ লক্ষ টাকা বেতন। স্যালারি ছাড়াও থাকে আরও অনেক সুযোগ সুবিধা। স্বাস্থ্য বীমা তো বটেই, ড্রাইভারদের সন্তানদের পড়াশোনা দেওয়ার জন্য একটি বিশেষ ভাতা দেন মুকেশ আম্বানি। প্রত্যেক ড্রাইভারের সন্তানরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করার সুযোগ পান।

আরও পড়ুন : এই ৭ দামি জিনিস রয়েছে মুকেশ আম্বানির কাছে! যা বিশ্বে আর কারও কাছে নেই

মুকেশ আম্বানি তার কর্মচারীদের কত টাকা বেতন দেন?

তবে শুধু ড্রাইভার নন, মুকেশ আম্বানির বাড়ির প্রত্যেক কর্মীরা এই একই প্যাকেজের বেতন পান। আম্বানি পরিবারের প্রত্যেক কর্মচারীদের হতে হয় উচ্চ শিক্ষিত এবং স্মার্ট। হিন্দি, ইংলিশ তো বটে, আরো বিভিন্ন রকম ভাষা রপ্ত করতে হয় তাদের। বাড়িতে অতিথিরা এলে ঠিক কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করতে হয় তার জন্য আলাদা ট্রেনিং দেওয়া হয় কর্মচারীদের।