হু হু করে কমবে পেট্রোলের দাম! ইতিহাস গড়তে চলেছেন মুকেশ আম্বানি

Petrol Price : লোকসভা ভোটের আগে গ্যাস সিলিন্ডারের দাম কমার একটি ইঙ্গিত ইতিমধ্যেই দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তবে গ্যাস সিলিন্ডারের দাম কমে গেলেও পেট্রোল এবং ডিজেল কি আদৌ সস্তা হবে লোকসভা নির্বাচনের আগে? রয়েছে প্রশ্ন। কিন্তু এর মধ্যেই ভারতের শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani) নিতে চলেছেন একটি বড়সড় সিদ্ধান্ত, যার ফলে উপকৃত হতে চলেছে দেশবাসী।

নতুন ব্যবসার পথে মুকেশ আম্বানি

মুকেশ আম্বানি মানেই চমক। টেলিকম দুনিয়া থেকে রিটেল ব্যবসা, সব ক্ষেত্রেই তিনি কোনও না কোনও বড় সিদ্ধান্ত নেন। এবার দেশকে সস্তায় পেট্রোল ডিজেল উপহার দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন মুকেশ আম্বানি। চুক্তি স্বাক্ষর করেছেন প্রতিবেশী দেশের সঙ্গে।

ভেনিজুয়েলা থেকে তেল আমদানি করবে ভারত

গত ডিসেম্বর মাসে ৫ রাজ্যের নির্বাচন শেষ হওয়ার পর পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছিল, নিষিদ্ধ নয় এমন সব দেশ থেকে অপরিশোধিত তেল এবার আমদানি করতে পারবে ভারত বর্ষ। এই কথা ঘোষণা হওয়ার পর ভারতবর্ষে ভেনেজুয়েলার থেকে অপরিশোধিত তেল আসার প্রত্যাশা বেড়েছিল।

২০১৯ সালে ভেনেজুয়েলার ওপর আরোপিত সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছিল, যার ফলে ভারতবর্ষ ফের স্বল্প মূল্যে ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি করতে সক্ষম হয়েছে। এদিকে ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করার সবুজ সংকেত পাওয়ার পর থেকেই ভারতের অনেক তেল কোম্পানি ভেনেজুয়েলার সঙ্গে তেল আমদানির সরাসরি চুক্তি করেছে।

আরও পড়ুন : ১৫ OTT, ১০০০ GB ডেটা সঙ্গে টিভি চ্যানেল ফ্রি! Jio Fiber দিচ্ছে দুর্দান্ত অফার

ভেনেজুয়েলার সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চুক্তি

এক রিপোর্ট অনুযায়ী, ভেনেজুয়েলার সাথে সরাসরি যে সমস্ত কোম্পানিগুলি চুক্তি স্বাক্ষর করেছে তার মধ্যে অন্যতম নাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এখনও পর্যন্ত সংস্থাটি তিনটি তেলের ট্যাঙ্কার বুক করেছে ভেনেজুয়েলা থেকে, যা এই মাসে ভারতবর্ষে আসবে।

আরও পড়ুন : প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড 5G! Jio-র এই সস্তার প্ল্যান সম্পর্কে অনেকেই জানেন না

রিলায়েন্সের এই চুক্তির পর অনেকেই মনে করছেন অদূর ভবিষ্যতে পেট্রোল এবং ডিজেলের দাম কমে যাবে বেশ খানিকটা। স্বস্তি পাবেন সাধারণ মানুষ। প্রসঙ্গত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ছাড়াও নায়ারা এনার্জি লিমিটেড ইতিমধ্যেই ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করেছে।