New LPG Price : নতুন বছরে সব কিছুই নতুন। নতুন চিন্তা ভাবনা, নতুন কাজ, নতুন আনন্দ। সবকিছুর পরিবর্তনের সাথে সাথে নতুন বছরে আসবে বেশ কিছু নতুন নিয়মও। সিম কার্ড থেকে শুরু করে এলপিজি সিলিন্ডার, সবকিছুতেই আসবে বড় বড় পরিবর্তন। আজ আপনাদের বলব ২০২৪ সালে কোন কোন ক্ষেত্রে নতুন নিয়ম আসতে চলেছে এবং তার কি প্রভাব পড়বে আপনার জীবনে।
১) নতুন বছরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেশ কিছুটা কমে গেছে। এলপিজি সিলিন্ডারের দাম কমে দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম এই মুহূর্তে হয়েছে ১৭৫৫.৫০ টাকা। মুম্বাইতে ১৭০৮.৫০ টাকা। চেন্নাইতে ১৯২৪.৫০ টাকা। কলকাতায় ১৫৬৯ টাকা। যদিও ১৪ কেজি সিলিন্ডারের দামে কোন পরিবর্তন হয়নি এই মুহূর্তে।
২) নতুন বছরের প্রথম দিন থেকেই সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার বেড়ে গেছে। সুদের হার ৮% থেকে বেরিয়ে দাঁড়ালো ৮.২০ শতাংশ। এছাড়া পোস্ট অফিসে তিন বছরের আমানতের সুদের হার ৭ শতাংশ থেকে বের হলো ৭.১০%। যদিও এটি শুধুমাত্র জানুয়ারি থেকে মার্চের জন্য।
৩) নতুন বছর থেকে নতুন সিম কিনতে হলে ডিজিটাল কেওয়াইসি জমা দিতে হবে। আগে কাগজ ভিত্তিক কেওয়াইসি জমা দিলেও চলত কিন্তু সেই নিয়ম পরিবর্তিত করে ডিজিটাল কেওয়াইসি করে দেওয়া হলো। অর্থাৎ এবার থেকে সিম কার্ড নিতে গেলে কেওয়াইসি জমা দিতেই হবে গ্রাহকদের।
আরও পড়ুন : বিনিয়োগ করলেই টাকা ডাবল! রইল পোস্ট অফিসের সেরা ৫ টি স্কিমের হদিশ
৪) নতুন বছরের প্রথম দিন থেকেই সারাদেশে সেকেন্ডারি মার্কেটের জন্য চালু হতে চলেছে ইউপিআই। এবার থেকে ইউপিআই-এর মাধ্যমে বিনিয়োগকারীরা অর্থ লেনদেনের মাধ্যমে শেয়ার কিনতে পারবেন। তবে এই পরিষেবা শুধুমাত্র নির্বাচিত ব্যবহারকারীদেরই প্রদান করা হবে।
আরও পড়ুন : বায়োমেট্রিক ভেরিফিকেশন না করলে বন্ধ হবে গ্যাস সিলিন্ডারের ভর্তুকি? বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র
এই নিয়মগুলি ছাড়াও নতুন বছরে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যার ফলে জানা গেছে প্রথম মাসের বিভিন্ন রাজ্যে মোট ১৬ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে রিজার্ভ ব্যাংক নির্ধারিত কিছু ছুটিও রয়েছে। ছুটির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবারও।